মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ঢাকায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা নির্যাতন ও মুক্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনে সড়কে জেলা সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাব সম্পাদক এম. মোখলেছুর রহমান খান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ভজন দাসসহ আরো অনেকে।
এ সময় সাংবাদিকরা বলেন,রোজিনা ইসলামকে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতন ও গ্রেপ্তার করা হয়। তার নি:শর্ত মুক্তির দাবী জানান বক্তারা।
এছাড়াও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।