মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলায় গতকাল (১৯-০৫-২০২১) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার সকল সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বাংলা টিভি’র ৫ম বর্ষপূর্তি উৎযাপিত হয়। “বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে চারটি বছর অতিক্রম করে ৫ম বর্ষে গতকাল পদার্পণ করলো বাংলা টিভি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, সাংবাদিক দেলোয়ার খান, কামাল হোসেন, আলতাবুর
রহমান কাশেম, মনিরুজ্জামন খসবু, প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলা টিভি‘র নেত্রকোনা জেলা প্রতিনিধি ইকবাল হাসান। অনুষ্ঠানে বক্তারা বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।