তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মী: মৌলভীবাজারের শ্রীমংগলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছিলো পুলিশ।শনিবার ১ মার্চ দুপুর শ্রীমংগল থানা পুলিশের তদন্ত অসি হুমায়ুন কবির। ১নং মির্জাপুর ইউপি হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এমরান মিয়া(৩৭) ও রয়েল মিয়াকে(২২) নামক ২ ব্যক্তিকে। আটককৃত ব্যক্তিদের ব্যবহার কৃত টর্চ লাইটের ভেতরে ইয়াবা ট্যাবলেট বহন করছিলো।
পরে ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছিলো এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।এরই ধারাবাহিকতায় একই মামলার পলাতক মূল আসামী আনোয়ার মিয়াকে ২০ মে রোজ বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকায় আটক করে এবং সাথে থাকা দেশীয় অস্ত্র খুর মিলে তাহার শরীর থেকে। বিগত ১ মার্চের মাদকদ্রব্য আইনে মামলায় অভিযুক্ত পলাতক আনোয়ার মিয়া মূল হোতা হিসেবে গ্রেপতার করা হয়। আনোয়ার মিয়াকে ২১ মে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরনের আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে  শ্রীমংগল থানার (তদন্ত)অসি মোঃ হুমায়ুন কবির নিশ্চিত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *