স্পোর্টস ডেস্ক/S.H:
লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে জয় পেল টাইগাররা। গতকাল বাংলাদেশে বনাম শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৫৭ রান করে টাইগাররা। জবাবে বাংলাদেশের বোলিংয়ে ২২৪ রানে মাঠ ছাড়তে হয় লঙ্কানদের।
মিরপুর স্টেডিয়ামে গতকাল রবিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। লিটন ও মিথুনের শূন্য রানে ফিরে যাওয়াই হতাশ হয়ে পরে টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল করেন ৭০ বলে ৫২ রান। মাত্র ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে দলের অবস্থা যখন নড়বড়ে তখন মুশফিকের করা ৮৪ রান ও মাহমুদউল্লাহ রিয়াদের করা ৫৪ রানে কিছুটা রান যোগ করাতে সক্ষম হয় টাইগাররা। অলরাউন্ডার সাকিব আল হাসানও নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়ে মাত্র ১৫ করে ক্যাচ দিয়ে ফিরে যান। দলের হয়ে ২২ বলে ২৭ রান করে আফিফ হোসেন ও সাইফুদ্দিন করেন ৯ বলে ১৩ রান। লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন ডি সিলভা এবং একটি করে উইকেট নেন চামিরা, দানুশকা ও সান্দাকান। দ্বিতীয় ইনিংসে খেলতে নামে শ্রীলঙ্কা। বল হাতে জ্বলে উঠে টাইগার বোলাররা। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের হার পাকা করে দেয় তরুণ এই অফ-স্পিনার। তার সাথে দারুণ বোলিং করে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে আগত পেসার মুস্তাফিজ ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিলে জয়টা চলে আসে টাইগারদের কাছে। এই খুশি প্রকাশ করে আইপিএলের রাজস্থান রয়্যালসও। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজুর রহমানের ছবি আপলোড করে নিজেদের পরিবারের সদস্যের অসাধারণ বোলিংয়ের কথা লিখেন রাজস্থান। পিছিয়ে ছিলেন না সাইফুদ্দিনও, দলের জন্য দুটি উইকেট নেন তিনি এবং একটি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাজারতম উইকেট নিয়ে নতুন রেকর্ড করলে বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৪ রান করে হাসারাঙ্গা। কুশল পেরেরা ৩০ রান ও ইসুরু এবং গুনাথিলাকা দু’জনেই করেন ২১ রান। দুই ওভার রেখে মাঠ ছাড়তে হয় লঙ্কানদের। ম্যান অফ দ্যা ম্যাচ হয় মুশফিকুর রহিম।