ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের আগুনে এক অসহায়  কৃষকের শেষ সম্বল দুটি গরু সহ গোয়াল ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে  উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের নৈমুদ্দিনের ছেলে কৃষক সাইদুল ইসলামের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ড  ঘটে।
স্থানীয়রা জানান, বিদ্যুতের সংযোগ থেকে  আগুনের সুত্রপাত হয়ে ভোরবেলা গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে । মুহুর্তের মধ্যে দুটি গরু সহ সমস্ত গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা অনেক চেষ্টা করে গরু দুটি বাঁচাতে না পারলেও আগুনের লেলিহান শিখা থেকে বাড়ীর অন্য ঘরগুলো রক্ষা করে। পুড়ে যাওয়া গরু দুটির আনুমানিক মুল্য এক লক্ষ টাকা। শেষ  সম্বল দুটি গরু পুড়ে মারা যাওয়ায় হতবাক হয়ে  পড়েছেন কৃষক সাইদুল।
বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ কৃষক সাইদুল কে ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা প্রদান করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *