হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৫ই জুন) উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভেটেরিনারি সার্জন মদন কুমারের সার্বিক তত্বাবধায়নে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
আরো বক্তব্য রাখেন, সহকারি মৎস অফিসার আব্দুল জলিল খামারী মোঃ মিন্টু প্রমূখ।
মেলায় উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, শৌখিন পাখি কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, দুগ্ধজাত পণ্য মিষ্টি, দই, ঘি, মাখন, সন্দেশ ক্ষীরমন ছানা, মাংশ প্রক্রিয়াজাত, টিকা ও ওষুধ সরবরাহ, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি এবং বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শন করা হয়। শেষে পুরস্কার প্রাপ্ত খামারিদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়।