বিনোদন ডেস্ক/S.H:
কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা ভুগছিলেন বলিউডের কালজয়ী অভিনেতা দিলীপ কুমার। রবিবার তা বেড়ে যাওয়া হাসপাতালে ভর্তি হতে হয় ৯৮ বছর বয়সী এই অভিনেতাকে।
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানান, গত বেশ কিছু দিন ধরেই শরীর ভালো যাচ্ছেনা গুনি এই অভিনেতার। গত মাসেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তিনি আরও জানান, অনেক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার। গত রবিবার অবস্থা অবনতি হলে আবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে ডাক্তার নীতিন গোখল ও ডাক্তার জালিল পার্কা তার চিকিৎসা করছেন। তিনি নন-কোভিড ওয়ার্ডে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে অভিনেত্রী সায়রা বানু।
গতবছর প্রয়াত হয় দিলীপ কুমারের দুই ভাই আসলাম খান ও এহশান খান। দিলীপ কুমার ১৯২২ সালে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উনার আসল নাম ছিল মুহাম্মাদ ইউসুফ খান। ১৯৪৪ সালে সিনেমার জন্য তিনি নাম পরিবর্তন করেন। উনার প্রথম সিনেমা ছিল জোয়ার -ভাটা। কালজয়ী সিনেমা মুঘল-ই-আজম, দেবদাসে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। ছয় দশকের অধিক সময় ধরে তিনি ৬০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে গেছেন।