তিমির বনিক মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ও সিলেটের বালাগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে সেতু নির্মাণের দাবি নিয়ে দুই উপজেলার প্রায় ৫ লক্ষ মানুষ ফুঁসে উঠেছেন। সেই সাথে সেতু মন্ত্রীর কাছে খুব তাড়াতাড়ি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এ ছাড়াও কুশিয়ারায় সেতুর দাবীতে ইতিপূর্বে নদী পাড়ের খেয়াঘাটবাজারে মানববন্ধন করেছেন দুই উপজেলার সহস্রাধিক মানুষ। মানববন্ধনে তারা ঠিক একই দাবি তুলেছেন।
স্থানীয় সূত্রে জানান, দীর্ঘদিন যাবৎ আশার আশায় এখন পর্যন্ত ওই এলাকায় সেতু না হওয়াতে লক্ষ লক্ষ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ নদীতে সেতু নির্মিত হলে মৌলভীবাজারের সাথে সিলেটের খুব সহজ ও কম সময়ে যোগাযোগ রক্ষা করা যাবে। বিশেষ করে রাজনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার মানুষ বেশি উপকৃত হবেন। কুশিয়ারা নদী হয়ে বালাগঞ্জ থেকে রাজনগর ও মৌলভীবাজারগামী কয়েক হাজার মানুষ প্রতিদিন নৌকা পথে বহু কষ্টে নদী পাড় হন। বর্ষা মৌসুম এলেই নদীর শ্রোত ও বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় নৌকা ডুবে যায়। এতে মোটর সাইকেল, মোবাইল ফোনসহ সাধারণ মানুষের জান মালের মারাত্বক ক্ষয়ক্ষতি হয়।
রাজনগর উপজেলার কালারবাজারের স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া ও বাজার কমিটির সভাপতি ডাঃ আব্দুল আলীম জানান, খেয়াঘাটবাজার ও বালাগঞ্জ সদরের কুশিয়ারা নদীতে বহু দিন পূর্বে সেতু নির্মাণের কথা ছিল, এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। সেতু মন্ত্রী, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেতু নির্মাণের দাবী জানান তারা। অচিরে এই সেতুর তৈরির জন্য জোর দাবি জানান।
খেয়াঘাটবাজারের আব্দুল ওয়াহিদ বাচ্চু, জিলু মিয়া, তুলা মিয়া জানান, নদীতে সেতু নির্মাণ করাটা এখন আমাদের প্রাণের দাবী হয়ে উঠেছে। খুব দ্রুত আমরা একটা সমাধান চাই। চারিদিকে শুধু দেখছি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছে তাহলে আমরা কি জন্য বঞ্চিত লাঞ্চিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *