স্পোর্টস ডেস্ক /S.H:

 

নিজের জাদু দিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলে শুভ সূচনা  করলো নেউমার। ঘরের মাঠে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শুভ উদ্বোধন করলো বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

আজ উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা ও ব্রাজিল। গারিঞ্চা ষ্টোডিয়ামে উদ্বোধন হয় ২০২১ সালের কোপা আমেরিকা আসর। করোনার কারণে কোপা আমেরিকা এইবারের আসর নিয়ে ছিল আলোচনা -সমালোচনা। সব কিছু উপেক্ষা করেই সোমবার রাতে ব্রাজিলে উদ্বোধন হয় লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই লিগ। বর্তমানে দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল। বাছাইপর্বের সবকটিতে দারুণ ভাবে জয় লাভ করেন তিতের দল। কোচ তিতের দেখানো পথে জয়ে ভাসছে ব্রাজিলিয়ানরা। তারই আরেক ঝলক দেখা গেলো কোপা আমেরিকার উদ্বোধন ম্যাচে। তবে করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার মূল দলের আট জন ফুটবলার। তারপর ভাগ্য খারাপ হওয়ার ফলে শুরুতেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে হয় ভেনেজুয়েলাকে। এমনিতে লাতিন আমেরিকার দূর্বল দলের একটি ভেনেজুয়েলা। তারপর উপর করোনা কারনে দলটির অবস্থা একেবারেই শোচনীয়। দলের হয় তিনটি গোল করেন মার্কিনিওস, নেইমার ও গাব্রিয়েল বারবোসা। একটি গোল নেইমার নিজে করেন এবং বাকি দুটিতে সরাসরি নেইমারের সাহায্যে ভেনেজুয়েলার জালে বল পাঠান মার্কিনিওস ও বারবোসা। সব কিছু মিলে শুরুটা বেশ ভালো হলো পিএসজির তারকা নেইমারের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *