স্পোর্টস ডেস্ক /S.H:

আবুধাবিতে চলা পিএসএলে গতকাল বুধবার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামেন মুলতান সুলতান্স। ১১০ রানে বিরাট ব্যবধানে মুলতানের কাছে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে  চলেছে সরফরাজের কোয়েটা। পিএসএলের ইতিহাসে এত রানে হার এর আগে কোনো দল  দেখেনি।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নামেন মুলতান সুলতান্স। ওপেনার শান মাসুদের ঝড়ো ব্যাটিং-এ রান গড়তে থাকে মুলতান। ৪২ বলে চারটি ছয় ও সাতটি চার দিয়ে ৭২ রান করেন শান মাসুদ। দলের হয়ে ২৪ বলে ৪৭ রান করেন মুলতানের আরেক ব্যাটসম্যান জনসন চার্লস। অধিনায়ক রিজওয়ান করেন ২৩ বলে ২১ রান ও খুশদিল শাহ অপরাজিত থেকে করেন ২০ রান। দলের জন্য দুইটি উইকেট নেন খুররম শাহজাদ এবং একটি করে উইকেট হাসান খান ও জাহির খান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে দুই উইকেট হারায় কোয়েটা। এর পরপরই একে একে উইকেট পড়ে যায় সরফরাজ দলের। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন জেক ওয়েদারান্ড। ১০ রানের গন্ডি পার করেন অধিনায়ক সরফরাজ, উসমান খান ও নওয়াজ। মাত্র ১২ ওভার ১ বলে ৭২ রান করে মাঠ ছাড়তে হয় কোয়েটাকে। মুলতানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ইমরান তাহির। ইমরান খান দুইটি এবং একটি করে উইকেট তুলে নেন মুজারাবানি, সোহেল তানভির ও শাহনেওয়াজ ধানি। ম্যান অব দি ম্যাচ হোন  শান মাসুদ। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে আর আগে কোনো দল এত রানের ব্যবধানে হারেনি। এদিকে জয় দিয়ে পিএসএলে চতুর্থ স্থানে মুলতান। অন্যদিকে এক ম্যাচ বাকি রেখেই পিএসএলের এবারের আসর থেকে বাদ পড়লো কোয়েটা। নয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়ের মুখ দেখেন সরফরাজের কোয়েটা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *