স্পোর্টস ডেস্ক/S.H:

 

ইউরোর প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে ৩-০ গোলে হারতে হয়েছিল হাঙ্গেরিকে। ফুটবল বিশ্বের ধারণা মতে ফ্রান্স কাছে এইভাবেই হারবে হাঙ্গেরি। তবে গোটা ফুটবল বিশ্বকে অবাক করে গত শনিবার ফ্রান্সের সাথে ড্র করেন হাঙ্গেরি।

ইউরো কাপে “এফ” গ্রুপে রয়েছে সব বাঘা-বাঘা টিম। শক্তিশালী ফ্রান্স ও জার্মানি তো আছেই, তার সাথে আছে সাবেক ইউরো চ্যাম্পিয়ান পর্তুগালও৷ এসব বাঘা-বাঘা টিমের সাথে এ গ্রুপে রয়েছে হাঙ্গেরি। রোনালদোর পর্তুগালের সাথে ৩-০ গোলে হেরে উইরো শুরু করেন হাঙ্গেরি। দ্বিতীয় ম্যাচটি ছিল গতকাল শনিবার ফ্রান্সের বিপক্ষে৷ ১-১ গোলে ড্র করে ফুটবল বিশ্ব তাক লাগিয়ে দিয়েছে মার্কো রোসির দল । ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামেন হাঙ্গেরি। ম্যাচে আধিপত্য বিস্তারটা ছিল ফ্রান্সের। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ এক গোল দিয়ে হাঙ্গেরিকে এগিয়ে নিয়ে যায় ফিওলার। বিরতির পর যে ফ্রান্সের বিপক্ষে খুব ভালো ভাবে নিজেদের ডিফেন্স দাঁড় করান হাঙ্গেরিয়ানরা। সে ডিফেন্স ভেদ করে ৬৬ মিনিটে গোল করেন ফ্রান্স তারকা গ্রিজমান। জয়ের লক্ষ্যে আরও একটি গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় দু’দলই। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি দু’দলের কেউ। ফলে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে ড্র করেন হাঙ্গেরি। হাসি মুখে মাঠ ছাড়েন হাঙ্গেরি ফুটবলার ও সাপোর্টাররা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *