তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত দুইটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে ১ জনকে। শ্রীমঙ্গল থানার দেয়া তথ্য থেকে জানা যায়-মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির নেতৃত্বে এসআই (নিঃ) দূর্জয় সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ ভাড়াউড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

গত রবিবার রাত প্রায় আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে মোঃ আব্দুল কায়েদ (২৫) নামে এক আসামীকে আটক করে। আটককৃত আসামী শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউপি দক্ষিণ ভাড়াউড়া এলাকার তোতা মিয়ার পুত্র।

এসময় তার কাছ থেকে চোরাই হওয়া একটি কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটর সাইকেল উদ্ধার করে। যার চেচিস নং-PSUB44BYOLTG90199, ইঞ্জিন নং-JZXWLE03491, মূল্য আনুমানিক ১,৩০,০০০ টাকা এবং অপর আরেকটি  কালো রংয়ের রেজিস্ট্রেশন নম্বর বিহীন DAYUN মোটর সাইকেল উদ্ধার করে। যার চেচিস নং LXSPCKLDOB4055567, ইঞ্জিন নং-DY157FMJ-2 B1095048, সাইকেলের আনুমানিক মূল্য ১,১০,০০০ টাকা।

এত থ্য নিশ্চিত করতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক সাথে যোগাযোগ করলে তার সত্যতা পাওয়া যায়। এমন অভিযান অব্যাহত থাকবে আইনশৃঙ্খলা রক্ষা করতে সর্বদা সজাগ আছি আমরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *