মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর ৩ নং চর‌মোহনায় বাবুরহাট ব্লাড ফাই‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে প্রধান উদ্যোক্তা জালাল উ‌দ্দিন রানার উ‌দ্যো‌গে, প্রধান উপ‌দেষ্টা নাজমুল ইসলাম মিঠুর সমন্ব‌য়ে  অসহায়‌দের মা‌ঝে কোরবানীর গোস্ত বিতরন করা হ‌য়ে‌ছে। ক‌রোনার থাবায় যখন মানুষ সর্বশান্ত হ‌য়ে দি‌নের খাবার জোগাড় কর‌তে হিম‌শিম খা‌চ্ছে, তখন ঈ‌দে পশু কোরবানী করা তা‌দের জন্য ম‌নের ভাবনা ছাড়া আর কিছু নয়।

সংগঠন‌টির প্রধান উপ‌দেষ্টা নাজমুল ইসলাম মিঠু ব‌লেন আমা‌দের সংগঠন‌টি প্র‌তিবৎসরই  ঈ‌দের পর‌দিন এলাকার গরীব অসহায়‌দের জন্য প্রবাসী এবং দে‌শের কিছু মানু‌ষের সহ‌যৌগীতায় গরু ক‌োরবানী ক‌রে যা‌দের কোরবান দেওয়ার সামর্থ নেই ঈদুল আযহার ২য় দিন  তা‌দের ঘ‌রে কোরবানীর গোস্ত পৌঁ‌ছে দেয় সংগঠন‌টি। এছাড়া ও বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশ রায়পুর এলাকার আ‌শেপা‌শে নানান সামাজ‌কি সহায়তামূলক কাজ ক‌রে থা‌কে। তি‌নি আশা প্রকাশ ক‌রেন এই  ধর‌নের সামা‌জিক সহয়তার কাজ তারা অব্যাহত রাখ‌বেন।

হতাশর মা‌ঝেও আ‌লো ছড়া‌নো যা‌দের কাজ তেমনই একটি সংগঠ‌নের নাম বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশন। এই  সংগঠন‌টি ১৯৯৬ সা‌লে স্বেচ্ছয় রক্ত দান করার ল‌ক্ষে এক ঝাঁক উ‌দিয়মান তরুন এবং এলাকার সন্মানীত ক‌য়েকজন ব্যা‌ক্তি‌তে উপ‌দেষ্টা ক‌রে গঠিত হয়। সফলতার সা‌থে এলাকার বি‌ভিন্ন সামা‌জিক কাজ ক‌রে আ‌লো চড়া‌চ্ছে সংগঠন‌টি।

 যারা কোরবান দি‌তে পা‌রেন‌নি তা‌দের জন্য গরু কোরবা‌নি দি‌য়ে ৭৫ টি প‌রিবা‌রের মা‌ঝে গোস্ত, আলু, আটা এবং ডাল পৌঁ‌ছে দেয় সংগঠ‌নটির স্বেচ্ছা‌সেবীরা। প্র‌তি বৎসর  প্রবাসী এবং দে‌শের মানু‌ষের সহ‌যোগীতায় এভা‌বে মহত কাজ‌টি ক‌রে থা‌কে সংগঠন‌টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *