তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: নতুন কোন করারোপ না করেই মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভায় ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে বছরে আয় ৫১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা এবং ৫০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয় দেখিয়ে ২০২১-২২ অর্থ বছ‌রের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

বাজেট অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত ও ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আয় ও ব্যয় খাতের সম্পূরক তুলে ধরেন পৌরসভার সচিব সরদিন্দু রায় প্রমুখ।

বাজেটে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৫১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা। ওই অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৫০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে ৩৬ লাখ ৫ হাজার ৪৪৬ টাকা।

পৌর মিলনায়তন হলরুমে আয়োজিত বাজেট অনুষ্ঠানে পৌরসভার সচিব সরদিন্দু রায়ের উপস্থাপনায় ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট পর্যালোচনা এবং পরামর্শমূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, ওসি বিনয় ভূষণ রায়, কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, জেলা সিপিবির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, ডেইলি স্টারের মৌলভীবাজার প্রতিনিধি মিন্টু দেশওয়ারা, সাংবাদিক ময়নুল হক পবন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *