কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজীবপুর- দেওয়ানগঞ্জ গুরুত্বপূর্ণ সড়কটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দের ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গুরুত্বপূর্ণ সড়কটিতে অসংখ্য খানা খন্দের কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

২০২০ সালে এলজিইডি সড়কটি মেরামত করলেও অল্প দিনেই সড়কের পিচের ঢালাই উঠে খানা খন্দের সৃষ্টি হয়। সড়কটি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ, হাতীভাঙ্গা, পাররামপুর, চর আমওয়া, ডাংধরা ইউনিয়ন হয়ে উত্তর বঙ্গ কুড়িগ্রাম রাজীবপুর রৌমারীর সাথে সংযুক্ত। প্রতিদিন ওই সড়কে শত শত যানবাহন জামালপুর ও ঢাকায় যাতায়াত করে থাকে।

ট্রাক ড্রাইভার মিষ্টার আলী জানান, খুটার চর মোড় হতে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কদমতলা পর্যন্ত প্রায় শতাধিক জায়গায় বড় বড় গর্ত রয়েছে। এসব গর্ত দিয়ে গাড়ি চালানো অনেক কঠিন, অনেক সময় গাড়ি উল্টে যায়। ইজি বাইক চালক মাজেদ বলেন, রাস্তায় বড় বড় গর্ত থাকায় গাড়ি চালানো যায় না, যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি চালাতে হয়।

সরেজমিনে দেখা গেছে, খুটার চর মোড় থেকে সানন্দ বাড়ী ও কদম তলা বাজার পর্যন্ত সড়কটিতে অসংখ্য খানাখন্দের কারনে ভারী যানবাহন চালাতে হিমশিম খেতে হচ্ছে গাড়ী চালকদের।

এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী সাঈদ হোসেন জানান, সডকটির দু’ পাশে ড্রেনেজ ব্যবস্হা না থাকায় বৃষ্টির পানি জমে থাকার ফলে খানা খন্দের সৃষ্টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *