সিএনবিডি ডেস্কঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন হলেন শেখ রেহানা। আজ ১৩ সেপ্টেম্বর তার শুভ জন্মদিন। ১৯৫৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী শক্তি সপরিবারে বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে হত্যার সময় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দুই বোন সেই হত্যাকাণ্ডের কিছুদিন আগে বড় বোন শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানিতে বেড়াতে যান। হত্যাকাণ্ডের রাতে তারা ছিলেন বেলজিয়ামে। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর সেখান থেকে জার্মানি হয়ে ভারতে আসেন তাঁরা। পরে লন্ডনে গিয়ে বসবাস শুরু করেন শেখ রেহানা। শেখ রেহানা সরাসরি রাজনীতি করেননি। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ‘ছোট আপা’ হিসেবেই পরিচিত তিনি। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বড় ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি। বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টি থেকে পরপর দুবারের নির্বাচিত পার্লামেন্ট মেম্বার। আর ছোট মেয়ে আজমিরা সিদ্দিক রূপন্তী লন্ডনে গ্লোবাল রিস্ক অ্যানালাইজার হিসেবে বর্তমানে কাজ করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *