সিএনবিডি ডেস্কঃ আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) থেকে ভারতের সঙ্গে প্রায় সব স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ওইদিন মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে। পর্যটক ছাড়া অন্য সবাই বন্দরগুলো দিয়ে প্রবেশ করতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনো ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না। সুত্রঃ পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, দুই দেশের করোনা মহামারি পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে ৫টি বন্দর খোলা ছিল। আগামী রোববার থেকে আরো ৫টি বন্দর খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিলের শেষের দিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে সবগুলো স্থল সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *