অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাটের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ  হাসিনার প্রেসসচিব এবিএম সারওয়ার ই আলম সরকার জীবন, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

গতকাল শনিবার দুপুরে তিনি তিস্তার গোকুন্ডা ইউনিয়ন থেকে শুরু করে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম, বগুড়া পাড়ার বিলীন হয়ে যাওয়া বসতবাড়ী, আবাদী জমি সহ গোটা এলাাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয়দের সাথে ভাঙ্গনরোধে স্বল্পমেয়াদী ও স্থায়ী সামাধান নিয়ে খোলামেলা আলোচনার পাশাপাশি বাঁশের বান্ডাল দিয়ে নদীর গতিপথ বদলানোর স্বল্পমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়াও শুকনো মৌসুমে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিবদের নিয়ে এসে তিস্তানদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকারকে বাশের বান্ডাল নির্মাণে স্থানীয়দের পাশে থাকার নির্দেশ দেন।

এসময় রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ, যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, প্রচার প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন, বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া, চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার, রূপালী ব্যাংকের সহকারী ম্যানেজার সাজু উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *