তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তাজ উদ্দীন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিৎরিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে যোগীবিল চৌমুহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।তাজ উদ্দীন আলীনগর চা-বাগানের ফাঁড়ি বাগান সুনছড়ার একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী তাজ উদ্দীন তার মোটরসাইকেল নিয়ে যোগীবিল গ্রামে বাড়ি যাচ্ছিলেন। যোগীবিল চৌমুহনা এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় মানুষ জন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলীনগর ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিহত তাজ উদ্দীনের চাচা সাইফুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *