হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামের যুবক নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন মামলার মূল আসামি করিমুল ইসলাম (৩৫)কে ২৬ সেপ্টেম্বর রবিবার গ্রেফতার করেছে পুলিশ। রাণীশংকৈল থানা পুলিশ ঠাকুরগাঁও থানা পুলিশের সহযোগিতায় করিমুলকে বিকেল ৫ টায় ঠাকুরগাঁও শহর থেকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, এর আগে গত২৪ সেপ্টেম্বর শুক্রবার আরেক আসামী করিমুলের স্ত্রী সেলিনা আকতার (৩০)কে গ্রেফতার করে পুলিশ।
ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল (২১)একই এলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়ামনি(১৮)কে প্রেম করে বিয়ে করায় গত ২০ সেপ্টেম্বর করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে একটি গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে। এ নিয়ে নাসিরুলের বাবা থানায় লিখিত এজাহার দাখিল করেন। গুরুতর অসুস্থ নাসিরুল বর্তমানে রংপুরে চিকিৎসাধীন আছে।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল করিমুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *