ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক্টারের সাথে অটোরিকশার ধাক্কা লেগে আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গেল শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম (মিয়া পাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক আবু বক্কর সিদ্দিক (৪০) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম আক্কেল আলী মুন্সী ছেলে। তিনি হাজরানিয়া উত্তরণ ডিগ্ৰী কলেজের শিক্ষক ছিলেন। তিনি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বিকেলে তুষভান্ডার-আমিনগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎ করে ট্রাক্টর-অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা খাদে পড়ে যায়। এ সময় ওই অটোরিক্সার থাকা কলেজ শিক্ষকসহ অনেকেই আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজে রেফার করেন। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, নিহতের পরিবারের কেও থানায় কোন অভিযোগ করেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *