হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মৃত্যুর সাড়ে তিন মাস পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামে মৃত্যুর সাড়ে তিন মাস পর হোসেন আলীর( ৭৮) এর গলিত মরদেহ উত্তোলন করা হয়েছে। গতকাল ১০ অক্টোবর রবিবার সোয়া ১১টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার( সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফির জ আলম স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলি তার নাতি রুহুল আমিনের বাড়ির বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান। তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে তার মেয়ে মাহমুদা খাতুন এ নিয়ে গত ৩ জুলাই ঠাকুরগাঁও জেলা আদালতে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, উত্তোলনকৃত লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *