হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সহকারী শিক্ষক সামিদুল ইসলাম (৩৬) রবিবার ২৪ অক্টোবর সন্ধায় ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহিত হয়েছেন।
সে উপজেলার কলিগাঁও গ্রামের মৃত তমিজউদদীন মন্ডলের ছেলে এবং রাউতনগড় স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সামিদুলের একমাত্র সন্তানকে বিড়াল আঁচড় দিলে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে ভেকসিন নিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়।
ভেকসিন নিয়ে আসার পথে সদর উপজেলার ভাউলার হাট নামক স্থানে একটি পাগলু গাড়ীর সাথে সংঘর্ষ লেগে সামিদুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম দুর্ঘটনায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে মর্মে নিশ্চিত করেন। শিক্ষকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।