অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বালু ভ‌র্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ‌৭ টার দি‌কে উলিপুর-বাক‌রের হাট সড়‌কের মহেশের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালক‌ শামসুল‌ (৩২) কে আটক ক‌রেছে বিক্ষুব্ধ জনতা।

নিহত শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান তানজিদ (১৬)। সে উলিপুর উপজেলার  বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং নিজাইখামার তেলিপাড়া গ্রামের বক্তার আলীর ছেলে।

প্রত‌্যক্ষদ‌র্শী স্থানীয়রা জানান, সকা‌লে বাইসাই‌কেল নি‌য়ে প্রাই‌ভেট পড়‌তে যাচ্ছিল তানজিদ। এসময় উ‌লিপুর থে‌কে আসা দ্রুতগা‌মী এক‌টি বালু ভ‌র্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭০২৫) পিছন দিক থে‌কে তাকে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। চ

উ‌লিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির সত্যতা ঘটনার নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *