আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে তৃণমূলের জেলা অফিসের কালী প্রতিমা আড়াই কোটি রুপি অর্থাৎ ২ কোটি ৮৫ হাজার টাকার সোনার গয়নায় সেজে উঠতে চলেছে। ওই কালী প্রতিমায় গয়নার পরিমাণ প্রতি বছর বাড়তে বাড়তে এখন হয়েছে ৫২০ ভরি সোনা। ওই পূজা শুরু হয়েছিল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে। এখনও পূজার রাশ তার হাতেই।

বোলপুরে তৃণমূলের জেলা দপ্তরের ওই কালী পূজায় প্রতিবারই চমক থাকে। এবার সেখানকার প্রতিমা সেজে উঠছে ৫২০ ভরি স্বর্ণালঙ্কারে। সোনার মুকুট, হার, কানের দুল, হাতের বালা, বাউটি, চূড়, বাজুবন্ধ, নেকলেস, নূপুরসহ নানা রকমের গয়না রয়েছে ওই কালীর।

এত অধিক পরিমাণ সোনার উৎস নিয়ে অনুব্রত বলেন, ‘আমি দেই না, সকলে দেয়। এবার ১৭০ ভরির গয়না দেওয়া হবে। আগে ৩৫০ ভরি ছিল।’

প্রতি বছর বোলপুরে ওই কালী পুজো দেখতে ভিড় জমান অনেকে। কালী প্রতিমার গয়না হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার অলঙ্কারের পরিমাণ বাড়ায় সেই আকর্ষণ আরও জোরালো হবে বলেই মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *