তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাব্বির আহমদ (১৮) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গেল বুধবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার হাজীপুর ইউপি’তে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউপির উত্তর পাবই গ্রামে ক্যারাম খেলা নিয়ে মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বির একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের সাথে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার জেরে এ নিয়ে একসময় তাদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাব্বির গুরুতর আহত হয়। আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ নভেম্বর) সকালে সাব্বিরের মৃত্যু হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে দুই নারীকে থানায় আটক করে এনে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *