তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানের চাঞ্চল্যকর হত্যা মমলার ১৩ নম্বর এজহারভুক্ত পলাতক আসামি তাহির আহমদ তারেক (৪০) আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তারেক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মহাদেব বাচাল বিষয়টি নিশ্চিত করে জানান, রোজ বুধবার তার রিমান্ড চাওয়া হবে আদালতের মাধ্যমে। এর আগে ৭ নভেম্বর শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের পাহাড়ি এলাকায় র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ব্যবসায়ী নেতা নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি নিহত হন। নিহতরা হলেন- এজাহারভুক্ত ২ নম্বর আসামি তোফায়েল আহমেদ (৩৫) ও ৮ নম্বর এজহারভুক্ত আসামি শহীদ মিয়া (৪০)।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি চৈত্রঘাট বাজারে নাজমুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টায় নাজমুলের মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *