নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের সরকারি মোবাইল নম্বর ক্লোন (স্পুফিং) করে প্রতারণা চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (১০নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম নিজেই।

তিনি জানান,শেরপুর থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল নম্বর ০১৩২০ ১২৬৭৯৯ ক্লোন/স্পুফিং করে প্রতারকেরা বিভিন্ন জনকে ফোন করতেছে। সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করছি।

এদিকে বগুড়া জেলা পুলিশের ফেসবুকে জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামনে রেখে পুলিশে সরকারি নম্বার স্পুফিং করে বিভিন্ন প্রার্থীর মোবাইল নম্বরে প্রতারকরা বিভিন্ন সুযোগ সুবিধা চেয়ে কল করছে মর্মে কয়েকজন প্রার্থী আমাদের জানিয়েছেন।

এমতাবস্থায় প্রার্থী বা তার সমর্থক পুলিশের কোন সরকারি নম্বর থেকে কল পেয়ে থাকলে তা যথাযথভাবে যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *