আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের রাজধানী খার্তুমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ব্যুরোপ্রধান আল মুসালমি আল কাব্বাসির বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেপ্তার করেছে সুদানের নিরাপত্তা বাহিনী। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনা অভ্যুত্থানের পর সুদানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। গতকাল শনিবার গুলিবিদ্ধ হয়ে পাঁচ জন অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা জানায়, সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে রাস্তায় নামা মানুষজনের ওপর গুলি ও কাঁদানেগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় ৫ জনের মৃত্যু হয়।

সুত্রঃ আরব নিউজ। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *