চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেলো সংঘর্ষ। নগরীর লালখান বাজারে আওয়ামী লীগ এর প্রার্থী আবুল হাসনাত বেলাল, স্বতন্ত্র প্রার্থী আবুল ফজল মানিক, বিএনপি এর প্রার্থী শাহ আলম এবং বিএনপি সমর্থীত মহিলা কাউন্সিলর প্রার্থী এর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এর ঘটনা ঘটে।
এতে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আবুল ফজল মানিক ও বিএনপি সমর্থীত প্রার্থী শাহ আলম সহ প্রায় ২০ জনের মতো আহত হয়েছে।
বিএনপি সমর্থীত মহিলা কাউন্সিলর প্রার্থী গণমাধ্যম কে বলেন, সকাল থেকেই আমাদের কাউকেই ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। আমাদের বেশ কয়েকজন এজেন্ট কে মারধর করা হয়েছে। আমরা আমাদের ভোটাকিধার প্রয়োগ করতে পারছি না।
এই ঘটনা পরপরেই লালখান বাজার ওয়ার্ড পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি এনায়ার হোসেন।
তিনি বলেন, লালখান বাজারে শোনার পরপরেই আমরা এইখানে বিপুল পরিমানে পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটার এখন নির্ভিগ্নে ভোট কেন্দ্রে আসতে পারবে।