মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের সুজন মিয়া পিতা মৃত কেরামত আলীর এক ভূমিহীন পরিবারকে মারধর ও উচ্ছেদের হুমকি দিয়ে আসছে এলাকার কয়েকজন প্রভাবশালীরা।

গত ১২ ডিসেম্বর আনুমানিক বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় সুজন মিয়ার স্ত্রী দীপ্তি আক্তারকে মারধর করে পাশের বাড়ির কয়েকজন মিলে গুরুতর আহত করেছে। পরে এলাকাবাসীর সহযোগীতায় কেন্দুয়া উপজেলা স্ব্যাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভূমিহীন সুজন মিয়ার স্ত্রী বাড়ির পাশে একটি পুরাতন বাথরুম নির্মান করতে গেলে পাশের বাড়ির কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে লাঠিশোঠা নিয়ে, আল মামুন, রাহাত মিয়া পিতা মৃত আব্দুল আউয়াল, রুবেল মিয়া, পরাগ মিয়া, তন্ময় মিয়া পিতা মৃত রুহুল আমিন, কুমকুম বেগম স্বামী আনোয়ার,  প্রিয়া আক্তারসহ আরো কয়েকজন মিলে পিঠিয়ে গুরুতর আহত করেছে।

পরে সুজন মিয়ার স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী আরো জানায়, সুজন মিয়া পিতা মৃত কেরামত আলী সে একজন নিরীহ শান্ত প্রকৃতির লোক ও তার পরিবার ৫০ বছরেরও অধিক সময় ধরে বসবাস করিয়া আসিতেছে কৃষ্ণ জীবনপুর মৌজায় ১৯৬২ সাল থেকে এই জমিটি সরকারি সম্পত্তি ১ নং খাস খতিয়ান ভুক্ত হালদাগ নং ৪৮২/৪৮৩ শ্রেণী কান্দা ২৪ শতাংশ জমিতে বসবাস করে এবং এই পরিবারটি ভূমিহীন। গত ১৫-০২-২০২১ তারিখে সুজন মিয়া তার আশ্রয়স্থল বন্দোবস্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সুজন মিয়ার বাড়িটি পরিদর্শন করেন সুজন মিয়া ও সুজন মিয়ার পরিবার ভূমিহীন বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের জন্য পাঠিয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।