খুলনা প্রতিনিধিঃ হ্যাট্রিক জয় নিয়ে মেয়র নির্বাচিত হলেন সেলিম জাহাঙ্গীর। পাইকগাছা পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। সকাল থেকেই দিনভর সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশী হওয়ায় বেশির ভাগ ভোটারকে দীর্ঘসময় লাইনে দাড়িয়ে থাকতে হয়।

নির্বাচন শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, মেয়র পদে আওয়ামী মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীকে ৮ হাজার ৩৬৫ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিবি’র এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬২৩ ভোট।

নির্বাচিত কাউন্সিলরা হলেন, সংরক্ষিত মহিলা আসনে ১নং ওয়ার্ডে মোছাঃ রাফেজা খানম চশমা প্রতীক ১ হাজার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা পারভীন আনারস ১ হাজার ৯০ ভোট, সংরক্ষিত ২নং ওয়ার্ডে কবিতা রাণী দাশ বলপেন ৩ হাজার ১২৫ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহানারা খাতুন জবা ফুল ১ হাজার ৪৮ ভোট, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে মোছাঃ আসমা আহম্মেদ আনারাস ১ হাজার ৭৩০ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী জবা ফুল অর্চনা রায় ৬৪৭ ভোট। ১নং সাধারণ ওয়ার্ডে মোঃ আলাউদ্দীন গাজী (আ’লীগ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, ২নং ওয়ার্ডে মোঃ অহেদ আলী গাজী টেবিল ল্যাম্প ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম মোঃ রফিকুল ইসলাম পাঞ্জাবী ১৮৬ ভোট, ৩নং ওয়ার্ডে মোঃ আব্দুল গফফার মোড়ল পানির বোতল ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী আব্দুস সালাম উটপাখি ৪৮৫ ভোট, ৪নং ওয়ার্ডে এস,এম, তৈয়েবুর রহমান পাঞ্জাবী ৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুরাম মন্ডল উটপাখি ৪২৭ ভোট, ৫নং ওয়ার্ডে রবিশংকর মন্ডল টেবিল ল্যাম্প ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রুহুল কুদ্দুস পাঞ্জাবী ৪১৭ ভোট, ৬নং ওয়ার্ডে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ পাঞ্জাবী ৫০১ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী এম.এম. সেলিম রেজা টেবিল ল্যাম্প ৪০৭, ৭নং ওয়ার্ডে শেখ মাহবুবুর রহমান রঞ্জু ব্রীজ ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলমগীর হোসেন পানির বোতল ৩৫১, ৮নং ওয়ার্ডে ইমরান হোসেন সরদার টেবিল ল্যাম্প ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী নেয়ামুল হুদা কামাল উটপাখি ১৮০ ভোট এবং ৯নং ওয়ার্ডে এস,এম, ইমদাদুল হক উটপাখি ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনার আলী দফাদার ব্রীজ ৫২১ ভোট।

নির্বাচনে মোট ১৪ হাজার ৪৩১ ভোটারের বিপরীতে ১০ হাজার ৭৩২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রায় ৭৫ শতাংশ মানুষ এ ভোটে অংশগ্রহণ করেন।

নির্বাচন প্রসঙ্গে, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রার্থী ও তাদের কর্মী সমর্থক সহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনে কোথাও কোন সংঘাত কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার, পাইকগাছা পৌরসভা নির্বাচন এম. মাজহারুল ইসলাম জানান, এবারের নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *