আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার জামফারা রাজ্যে অপহৃত প্রায় ৩শ’ স্কুলছাত্রীকে অবশেষে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। জামফারার গভর্নর বেলো মাতাওয়াল্লি জানিয়েছেন, মুক্তি পাওয়া ২৭৯ শিক্ষার্থী এখন সরকারের আশ্রয়ে নিরাপদে রয়েছে। তাদের মুক্তির জন্য কোনও মুক্তিপণ দিতে হয়নি। আজ মঙ্গলবার স্থানীয় গভর্নর বেলো মাতাওয়াল্লি এ কথা জানান। নাইজেরিয়া পুলিশের ভাষ্য মতে, গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার)জামফারা রাজ্যের একটি স্কুল থেকে …
Continue reading “নাইরেজিয়ায় অপহৃত ৩শ’ স্কুলছাত্রী মুক্তি পেল”