তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা মঞ্জিলস্থ বাসার সিড়ির পাশে সকাল থেকেই অসুস্থ হয়ে পড়ে আছেন বয়োবৃদ্ধ অরুন দে (৭৫)। অসহায় হয়ে সিড়িঁর নিচেই কাতরাচ্ছেন তিনি। বাসার ভেতরে পুত্রবধু থাকার পরও বাঁচানোর জন্য এগিয়ে আসেনি কেউ। এ সময় মৌলভীবাজার সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক অজয় রায় বয়োবৃদ্ধের অসহায়ত্ব দেখে ৯৯৯ ফোন দেন …
Continue reading “পরিবারের বোঝা বয়োবৃদ্ধ অরুন দে’র দায়িত্ব নিলেন পুলিশ সুপার”