অলিউর রহমান নয়ন, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছিটরাবাইটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকের রাস্তা নিজেদের দাবী করে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে ওই এলাকার দুলাল মিয়া। এর আগে বিদ্যালয়ে প্রবেশের পুর্ব দিকের রাস্তাটিও নিজেদের দাবী করে ঢেউটিন ও পাটকাঠির বেড়া (চ্যাকার) বন্থ করে দিয়েছে একই এলাকার আব্দুল কাদের ও তার ভাইয়েরা । তারা রাস্তার …
Continue reading “ফুলবাড়ীতে স্কুলের রাস্তা দুইদিক থেকে বন্ধ, বিপাকে শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ”