তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: রাত হলেই নিষিদ্ধ ‘বেড় জাল’ দিয়ে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বিভিন্ন প্রান্তে শুরু হয় মাছ ধরা। নৌকায় জাল নিয়ে জেলেরা মাছ ধরতে নামেন। এই জালে মাছের ডিম, রেণু পোনাসহ সব জলজ প্রাণী উঠে আসে। এতে হাওরে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে ও অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। পাশাপাশি এই অবৈধ জাল ব্যবহার করায় …
Continue reading “রাত হলেই চলে নিষিদ্ধ ‘বেড় জাল’ দিয়ে মৎস্য নিধন”