সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি

রাজনীতি ডেস্কঃ সিটি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৯ এপ্রিল) সকালে শের-ই-বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে, সিটি করপোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিল পদে কোনো প্রার্থী থাকবে না বিএনপির।

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে ফখরুল বলেন, আওয়ামী লীগ তো নির্বাচনে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করে না। এ সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের পুরোনো লক্ষ বাকশালের ন্যায় শাসনব্যবস্থা প্রতিষ্ঠাতা করতে চায়।

বিএনপির এই নেতা বলেন, সেই লক্ষে তারা ২০১৪ সালের নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে, যেখানে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালেও আগের রাতে ভোট দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশ গ্রহণ করেনি। এমনকি আপনারা লক্ষ করেছেন- স্থায়ী সরকার নির্বাচনগুলোতে জনগণ অংশ নিচ্ছে না। অতি সম্প্রতি যে ভোট হয়েছে, সেখানে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দিতে গেছে। কাজেই জনগণ, বিশ্ববাসী বোঝে এ সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনও সুষ্ঠু ভোট হবে না। তাই জনগণ এ নির্বাচনেও অংশ নেবে না।

তিনি বলেন, বিদেশে তাদের যে ভাবমূর্তি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভাবমূর্তি তারা আবার ঠিক করতে চায়। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি জনগণ তাদের আন্দোলনের মধ্যে দিয়ে এদের পরাজিত করবে। সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

ইন্দোনেশিয়ায় ফেরি উল্টে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় একটি দ্বীপে ফেরি উল্টে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির সুমাত্রা দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ফেরিটি সুমাত্রা দ্বীপ থেকে প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। পথে কিছুর সঙ্গে ধাক্কা লেগে সেটি উল্টে যায়। ফেরিতে ৭৪ জন যাত্রী ছিলেন। নিহত ১১ জনের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিখোঁজ ৯ জনের সন্ধানে তল্লাশি চলছে।

এদিকে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দেশটির কর্মকর্তারা। প্রাথমিকভাবে তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে একটি ফেরি ডুবে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়।

জাপান সফর শেষে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ চার দিনের জাপান সফর শেষে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামী ১ মে সেখানে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ওয়াশিংটনে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। আগামী ২ মে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেবেন।

যুক্তরাষ্ট্রে সাত দিনের সফর শেষে ৪ মে প্রধানমন্ত্রী লন্ডন যাবেন। সেখানে যুক্তরাজ্যের রাজা ও রানী হিসাবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ৮ মে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ বরিস জনসনের ঋণ চুক্তি ইস্যুতে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। এক তদন্ত প্রতিবেদনে তার এই অনিয়মের বিষয়টি উঠে আসায় গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) পদত্যাগের ঘোষণা দেন তিনি।

তদন্তে উঠে এসেছে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য দশ লাখ ডলার ঋণ ব্যবস্থা করার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ছিলেন বিবিসি চেয়ারম্যান।

অভিযোগ রয়েছে, সেই ঋণ পাওয়ার পরেই দ্রুত বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন রিচার্ড।

বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার জমা দেওয়া পদত্যাগপত্রে এই অভিযোগ একরকম স্বীকারও করে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অব্যাহতিপত্রে তিনি বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।

সাবেক ব্যাংকার শার্প ২০২১ সালে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর কয়েক সপ্তাহ আগে বরিসের একটি ঋণ পাওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন শার্প।

তবে এ বিষয়ে মুখ খোলেননি বরিস জনসন।

ঢাবিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার (২৯ এপ্রিল) কলা অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ড. মো. আখতারুজ্জামান বলেন, নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রশ্নপত্রের গুণগতমান ও পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছে।

ভর্তি জালিয়াত চক্র নিয়ে তিনি বলেন, যেসব প্রতারক চক্র নানাভাবে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িয়ে পড়েন তাদের মূলোৎপাটনের একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম। সেই সূত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের বিভিন্ন সংস্থার সহায়তায় অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। ফলশ্রুতিতে এখন পর্যন্ত একটি আশানুরূপ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, আজ বেলা ১১টা থেকে চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। চারুকলা ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। এ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অঙ্কন পরীক্ষায় অংশ নেবেন।

গাঁজা ক্রয় করে ফেরার পথে আটক দুই!

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে গাঁজা ক্রয় করে ফেরার পথে স্থানীয়দের হাতে আটক হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও ১১ পিস ইয়াবাসহ অপর এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা কারাদণ্ডের আদেশ দেন। আটককৃতরা হলেন, উপজেলার বড় অংকুজান পাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে জসিম খান(২০) ও দেলোয়ার গাজির ছেলে সাইদুল ইসলাম গাজি (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া এলাকায় মাদক সেবনকারী জসিম খান  (২০) ও সাইদুল ইসলাম গাজি (২৭) গাঁজা ক্রয় করেন মাদক ব্যবসায়ী খলিল জোমাদ্দারের কাছ থেকে। গাঁজা ক্রয় করে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞেস করা হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনকারী দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন।  অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাহুল মৃধা (২৮)কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক রাহুল বরগুনা জেলার বামনা উপজেলার হোগলা গ্রামের  মহারাজ মৃধার ছেলে।

আটককৃত জসিম খান ও সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করেন, স্থানীয় খলিল জোমাদ্দারের কাছ থেকে গাঁজা ক্রয় করেন । বিভিন্ন সময় তার কাছ থেকে গাঁজা ক্রয় করে সেবন করেছেন।

স্থানীয়রা বলেন, খলিল জোমাদ্দারের কাছ থেকে গাজা কিনে ফেরার পথে আমাদের সন্দেহ হলে আমরা গাঁজা সেবনকারী দুজনকে আটক করি। পরে পুলিশ ও ইউএনও কে খবর দেই। এসময় গাঁজা বিক্রেতা খলিল জোমাদ্দার পালিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গাঁজা ক্রয় করে ফেরার পথে দুজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সিফাত আনোয়ার তুম্পা বলেন দুই গাজা সেবন কারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

অপহৃত স্কুলছাত্রী ব্রাহ্মনবাড়ীয়া থেকে উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থেকে অপহৃত স্কুলছাত্রীকে ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর থেকে উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে স্কুলছাত্রী উদ্ধার ও অপহরণের সাথে যুক্ত প্রধান আসামিসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৪টায় রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর উপজেলার গুচ্ছগ্রামস্থ সরকারি আশ্রয়ন কেন্দ্র থেকে অপহৃত ৯ম শ্রেনীর স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় মনির মিয়া (১৫) নামের অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মনির মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাংঘর গ্রামের আ: রহিম এর ছেলে।

এর আগে অপহরণের অভিযোগ পেয়ে বুধবার রাত দেড়টাার সময় ইমু নাম্বারের সুত্র ধরে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের নাতিরাবাদ উপজেলার অমর চন্দ্র দাস এর ছেলে অন্ত চন্দ্র দাসকে হবিগঞ্জ বাসস্টেন্ডের গোলচত্তর থেকে গ্রেপ্তার করে রাজনগর থানা পুলিশ। গ্রেপ্তারের পর অন্ত চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার ঘনিষ্ট সহযোগী মনির মিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় সে তাকে একটি সিম কিনে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে অন্তু দাস আরও জানায়, স্কুলছাত্রীকে অপহরণ করতে তার ঘনিষ্ট সহযোগী মনির মিয়াকে সে সহায়তা করে। অন্তু দাস পুলিশকে জানায়, মনির মিয়া স্কুলছাত্রীকে অপহরণ করে ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর গুচ্ছগ্রামে অবস্থান করছে। অন্তু দাসের দেওয়া তথ্য মতে পুলিশ অন্তুকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগরের গুচ্ছগ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও মনির মিয়াকে গ্রেপ্তার করে।

রাজনগর থানায় দায়েরকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, গত ২০ এপ্রিল সকাল ১০টায় রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের শ্রীভোগ গ্রামের আজিজুল হক এর নাবালিকা মেয়ে নবম শ্রেনীর স্কুলছাত্রী ঈদের কেনাকাটা করতে গিয়ে অপহরণের শিকার হয়। মেয়েটির স্বজনরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে বুধবার ২৫ এপ্রিল নিখোঁজ স্কুলছাত্রীর বাবা আজিজুল হক রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০ এপ্রিল স্কুলছাত্রী নিখোঁজের পর ২৪ এপ্রিল বিকাল সাড়ে ৩টার সময় একটি ইমু নাম্বার থেকে নিখোঁজ স্কুলছাত্রীর বাবা আজিজুল হককে ফোন করে কেউ একজন জানায়, তার মেয়ে তাদের কাছে আছে। পরে মেয়েটির পিতা আজিজুল হক বিষয়টি তার স্বজনদের জানিয়ে রাজনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

অপহৃত স্কুলছাত্রীর বাবার করা অভিযোগটি নিয়মিত মামলা দেখিয়ে রাজনগর থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, মামলাটি তদন্ত করতে এসআই মো: শওকত মাসুদ ভূইয়াকে নির্দেশ দেন। পরে অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় এসআই সওকত মাসুদ ভুইয়া, এসআই সুলেমান আহমদ সহ পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও ইমু নাম্বারের সুত্র ধরে প্রথমে হবিগঞ্জ থেকে অন্তু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে।

পরে অন্তু চন্দ্র দাসের দেওয়া তথ্য মতে ও তাকে সাথে নিয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণ মামলার প্রধান আসামি মনির মিয়াকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করেছে রাজনগর থানা পুলিশ।

শার্শা সীমান্ত এলাকা থেকে অস্ত্র-গুলিসহ দুই চরমপন্থী আটক

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার সীমান্ত থেকে ৩টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই চরমপন্থীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। বুধবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশের মুখপাত্র বেলাল হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে আটকের এই তথ্য জানান।

তিনি বলেন, বুধবার ভোর রাতে শার্শা উপজেলার বেনাপোলের ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে চরমপন্থী দলের দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ধান্যখোলা দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০) ও ধান্যখোলা উত্তরপাড়ার মৃত আব্দূল মান্নানের ছেলে আতিয়ার রহমান (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আরো জানান, যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলা এবং খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি শ্রেণী শত্রু ক্ষতমের নামে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কাযক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকান্ড সংঘটন করে। তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। এরপর আজ বুধবার ভোর ৪টার দিকে শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে যশোর পুলিশের ওসি রুপণ কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। যশোর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে আটক করে। পরে মহিদুলের স্বীকারোক্তি মতে তার বসতঘর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায়, চরমপিন্থ সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির নেতা দিপংকর ভারতে থাকেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আন্দা গ্রামের বাসিন্দা। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্রগুলি সরবরাহ করেন। চরমপন্থি সংগঠনের সদস্যরা এ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করে। এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে যশোর পুলিশের ডিএসবির ওসি মামুন খান উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো ভোট দিলেন ক্যাথলিক নারীরা

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মতো বিশপদের একটি সভায় ভোট দিলেন ক্যাথলিক নারীরা। নারীদের ভোট প্রদানের বিষয়টির অনুমোদন দিয়েছেন ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিসের নারীদের প্রথমবারের মতো বিশপদের একটি সভায় ভোট প্রদানের জন্য পদক্ষেপ গ্রহণের বিষয়টি রোমান ক্যাথলিক চার্চের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রথমবারের মতো মহিলারা চার্চের সবধরনের সভায় উপস্থিত থাকবেন এবং চার্চের ভবিষ্যত ও উন্নয়ন নিয়ে পোপকে সুপারিশ করতে পারবেন।

এর আগে ডিভোর্সের মত বিষয় নিয়ে আলোচনার জন্য ভ্যাটিকানে সিনড অফ বিশপ নামে একটি উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০২১ সালে পোপ ফ্রান্সিস আইন সংশোধন করে নারীদের গণ-বেদিতে বাইবেল পাঠ করার অনুমতি দেন।

হামহাম জলপ্রপাতে আগুনে পুড়ল আড়াই একর বন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাতের সড়কের পাশের বাঁশবনে অগ্নিকাণ্ডে প্রায় আড়াই একর বনভূমি পুড়ে গেছে। আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশবাগানসহ গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে ছাই হয়ে গেছে। গেলো সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বন বিটের গহীন বনে এ ঘটনা ঘটে।

হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া একজন পর্যটক প্রথমে ফেসবুকে এ তথ্য জানান। তার তথ্যমতে, হামহাম জলপ্রপাত যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গাজুড়ে আগুন লেগেছে। আগুনের ব্যাপক উত্তাপ থাকায় রাস্তা দিয়ে আসা-যাওয়া করাও দায় হয়ে পড়েছে।

স্থানীয় কুরমা বন বিট কর্মকর্তা বিপস্নব হোসেন বলেন, জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশবাগানে আগুন লাগার খবর খবর পেয়ে বনকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ হিসেবে তিনি বলেন, হামহাম জলপ্রপাতে এ পথ দিয়ে যাওয়া-আসার সময় কোনো পর্যটকের ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে লাগতে পারে।

এর আগে সম্প্রতি মাধবকুন্ড জলপ্রপাতের পাতারিয়া বনে অগ্নিকান্ডের ঘটনায় বনের প্রায় ৪০ হেক্টর এলাকার বৃক্ষরাজি ও শত শত বন্যপশু পুড়ে যায়। এই বনে লাগাতার প্রায় ৮ দিন ধরে আগুন জ্বলতে থাকায় দেশের পর্যটন শিল্প মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অজগর সাপ, চশমাপরা হনুমান, মায়া হরিণ, কচ্ছপ, বনরুই, সজারুসহ বিভিন্ন সরীসৃপ প্রজাতির আবাস্থল এবং বিরল কীটপতঙ্গ ও বেশ কিছু প্রজাতির বৃক্ষের পরিসমাপ্তি ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা খোদ বন বিভাগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন। এছাড়াও সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন বিভাগের ছাত্র ডরমিটরি লেকের উত্তর-পশ্চিম ও হিড বাংলাদেশের পশ্চিমে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় বনাঞ্চলের বহু ক্ষয়ক্ষতি হয়। এদিকে গেল ২০২১ সালের এপ্রিল মাসে লাউয়াছড়ায় পৃথক অগ্নিকান্ডে তিন একর জায়গা পুড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা ও একাধিক পর্যটক জানান, লাউয়াছড়া, হামহাম ও মাধবকুন্ডের পাতারিয়া বনে পৃথক আগুনের ঘটনা সাধারণ বিষয় নয়। বাংলাদেশের এ সবুজ বনাঞ্চল ধ্বংস করে পর্যটকশূন্য করতে কেউ কাজ করছে ও বৃক্ষরাজি লুট করছে। তারা জানান, বনের প্রতি হেক্টরে সর্বনিম্ন ২০ লাখ টাকার বৃক্ষ পুড়েছে এমনটা যদি ধরা হয়, তাহলে পাতারিয়ার ৪০ হেক্টর, লাউয়াছড়ার ৩ হেক্টর ও হামহামের ৩ হেক্টরসহ মোট ৪৬ হেক্টর বনে ৯ কোটি ২০ লাখ টাকার বৃক্ষ পুড়েছে।