বিশ্বের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত স্থান

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপানসহ বিশ্বের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত স্থান। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এর সুবিধা নিয়ে বিনিয়োগকারীরা আশপাশের দেশে পণ্য রপ্তানির সুবিধা নিতে পারবেন। জাপানের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের প্লাটফর্মে উচ্চপর্যায়ের ফোরাম আছে। কোম্পানিগুলোর মধ্যে বিনিময় হওয়া সমঝোতা দুই দেশের সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশের অগ্রযাত্রার পথে জাপানের বিনিয়োগ সমৃদ্ধি আনবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইজেড স্থাপন বড় অগ্রগতি। জাপান চাইলে সারাদেশে আরও ইজেড স্থাপনে জায়গা দেওয়া হবে। এজন্য নিশ্চিত করা হবে সব ধরনের সুবিধা ও নিরাপত্তা।

তিনি বলেন, বাংলাদেশ ১৭০ মিলিয়ন জনসংখ্যার দেশ। এটি নিজেই একটি ক্রমবর্ধমান বাজার এবং প্রায় তিন বিলিয়ন ভোক্তাদের একটি বৃহৎ বাজারের কেন্দ্রস্থল। ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য ও জার্মানিকে ছাড়িয়ে বিশ্বব্যাপী নবম বৃহত্তম ভোক্তা বাজার হয়ে উঠবে বাংলাদেশ। আইসিটি, ইলেকট্রনিক্স, অবকাঠামো, চামড়া, টেক্সটাইল, আতিথেয়তা ও পর্যটন, ভারী শিল্প, রাসায়নিক ও সার এবং এসএমইর মতো বিভিন্ন খাতে সুযোগ অনেক বেড়েছে। আমাদের সরকার ব্যবসা করার মসৃণ, সহজ ও কার্যকর উপায়গুলো সহজতর করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বিদেশি বিনিয়োগের জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল, হাইটেক এবং সফটওয়্যার পার্ক নির্মাণ করছি। আমি জাপানি বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ আপনার জন্য প্রস্তুত এবং বাংলাদেশে গেলে আপনার দুর্দান্ত অভিজ্ঞতা হবে। আপনারা ব্যবসার সুবিধার জন্য প্রয়োজনীয় সমস্ত সংস্থা এবং কাঠামো সুবিধা পাবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেসিসিআই এবং এফবিসিসিআই অন্তর্ভুক্ত বাংলাদেশ ও জাপানের বেসরকারি কোম্পানির মধ্যে ১১টি সমঝোতা স্মারক সই হয়।

কুখ্যাত মাদক কারবারি ফেন্সিডিল ও মদসহ গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের অভিযানে ৪১বোতল ফেন্সিডিল (কোডিন মিশ্রিত) ও ২(দুই) বোতল ভারতীয় মদ সহ ১জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জালাল মিয়া নামে এ কুখ্যাত মাদক কারবারি দীর্ঘ দিন থেকে এ অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র কার্যালয় এর উপ-প‌রিচালক মোহাম্মদ হাবীব তৌ‌হিদ ইমাম এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে এবং বিভাগীয় রেইডিং টি‌মের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালারায়ের চর এলাকায় বুধবার (২৬এপ্রিল) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এই কুখ্যাত মাদক কারবারি জালাল মিয়া’কে ৪১বোতল ফেন্সিডিল (কোডিন মিশ্রিত) ও ২ (দুই) বোতল ভারতীয় মদ সহ আটক করা হয়।

উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জানতে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুখ্যাত মাদক কারবারিকে অবৈধ মাদক সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করে যায়।

নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩ পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অন্যদের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশীষ নুর,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,নেত্রকোণা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ অন্যরা।

নওগাঁয় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন নওগাঁর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ এই কর্মসূচির আয়োজন করে।

বুধবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল  “সুরক্ষিত শ্রবণ,  সুরক্ষিত জীবন”।

পরে সেখানে পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোঃ মলিন মিয়ার  সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ এবং সদর উপজেলা পরিষদের চেযারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন  নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান এবং অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরিফুল ইসলাম খান।

দেশীয় ৪০ লিটার চোলাই মদসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই দূর্জয় সরকার সঙ্গীয় অফিসার দলের সহায়তায় (২৫ এপ্রিল) উপজেলার ৯নং সাতগাঁও ইউপিস্থ আমরাইল ছড়া চা বাগানে অভিযান চালিয়ে রাম রবিদাসের বসত বাড়ি থেকে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ রাম রবিদাস (৪২) কে আটক করা হয়।

আমরাইল ছড়া চা বাগানের কালিপাড়া এলাকার বাসিন্দা মৃত শ্রী পূজন রবিদাস প্রকাশ ভটকা এর ছেলে এই রাম রবিদাস।

এ বিষয়ে জানতে এস আই দূর্জয় সরকারের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে জানান, রাম রবিদাসকে ৪০ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আসামীকে আজ বুধবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপু‌রে এক দি‌নে দুই খুন!

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে একই দি‌নে দুইজন নিহত হ‌য়ে‌ছে! সন্ত্রাসীদের ছোড়া গুলিতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা নিহত হয়েছেন। নিহত দুইজন হলেন-জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (৩৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর নোমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার মরদেহও জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। নিহত নোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি প্রস্তাবিত জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। রাকিব বশিকপুর নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু রাত পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা জানান, ঘটনার আগে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান পোদ্দারবাজারে ছিলেন। ওই সময় তার সঙ্গে থাকা অন্যদের বিদায় দিয়ে তিনি ছাত্রলীগের সাবেক নেতা রাকিব ইমামকে নিয়ে মোটরসাইকেলে করে নাগেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে নাগেরহাটের কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও নোমানের মোবাইল ফোনও নিয়ে যায় তারা।

পরে গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নোমান ও রাকিবকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর নোমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত রাকিবকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। তার মরদেহও জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে, যুবলীগ নেতার মৃত্যুর খবরে আওয়ামী লীগ নেতাকর্মীরা সদর হাসপাতালে জড়ো হয়েছেন। এসময় হাসপাতাল প্রাঙ্গণে কান্নার রোল পড়ে। নিহত নোমান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমানের ভাই।

নোমানের ভাই মাহফুজুর রহমানের অভিযোগ, ‘চিহ্নিত সন্ত্রাসী আবুল কাশেম জেহাদী পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। কাশেম আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরেছিল। এরপর থেকে আমাদের হুমকি দিয়ে আসছিল।’

স্থানীয়রা জানান, বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জেহাদী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহফুজুর রহমান। এতে আবুল কাশেম জেহাদীর ভরাডুবি হয়। ওই নির্বাচন নিয়েই কাশেম ও তার অনুসারীদের সঙ্গে মাহফুজ-নোমান গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পরে বলে ধারণা স্থানীয়দের।

জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, আমরা এ হত্যার প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করতে হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা গুরুত্বসহকারে কাজ করছি।

পরিকল্পিতভাবে দেশে আগুন সন্ত্রাস হচ্ছে : পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিকল্পিত ভাবে ঢাকার নিউমার্কেট ও বঙ্গবাজার সহ বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে। আগুন লাগিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করতে চায় এমন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। এরা দেশ ও জাতির শত্রু। আগুন সন্ত্রাস করে ষড়যন্ত্রকারীরা এদেশকে ধ্বংস করে দিতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা ষড়যন্ত্র করে আগুন লাগাচ্ছে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এ সময় তিনি আরো বলেন, দেশের সকল মানুষের পাশাপাশি বড়লেখা ও জুড়ীর সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আছে এবং থাকবে।

মন্ত্রী বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ‌। সরকার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই বলে জানান।

পরিবেশমন্ত্রী মঙ্গলবার (২৫ এপ্রিল) মৌলভীবাজারের জুড়ীতে মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের উপস্থাপনায় উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন সহ অনেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে আগামী ২৭ এপ্রিল বৃহস্পতিবার। গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তিতে উদযাপিত হচ্ছে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুইদিন ব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের  উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন (এম পি), কুড়িগ্রাম-২ আসনের সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এম.পি মোঃ জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান ও নোবেল।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে বাহারি সাজসজ্জা ও জাঁকজমকপুর্ন আলোকসজ্জায় সেজেছে ফুলবাড়ী ডিগ্রি কলেজ  ও আশপাশের এলাকা। ডিগ্রী কলেজ সড়ক ও উপজেলার সদরের বিভিন্ন সড়কে নির্মিত হয়েছে সুদৃশ্য তোরণ। কলেজ মাঠে বানানো হয়েছে রাজকীয় মঞ্চ। মঞ্চের সামনে রয়েছে দশ হাজার লোক বসার মত বিশাল প্যান্ডেল। ব্যানার ফেস্টুন ঝাড়বাতি আতশবাজি সবকিছু মিলিয়ে বর্তমানে  ফুলবাড়ী ডিগ্রি কলেজ ও তার আশপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিন সন্ধ্যার পর বর্ণিল সাজসজ্জা, চোখ ধাধানো আলোকসজ্জা উপভোগ করার জন্য সৌন্দর্য প্রিয় নারী-পুরুষের ভীড় জমছে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু জানান, সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

ভারতে তৈরি কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারি

স্বাস্থ্য ডেস্কঃ ভারতে তৈরি আরেকটি কাশির সিরাপে দূষণ পাওয়া গেছে জানিয়ে সিরাপটি নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিরাপটি মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায়ও পাওয়া যাচ্ছে। তবে সম্প্রতি তাদের এমন অভিযোগকে অস্বীকার করেছে ভারত।

ডাব্লিউএইচও’র বরাতে বিবিসি জানিয়েছে, পাঞ্জাব ভিত্তিক কিউপি ফার্মাচেম লিমিটেড দ্বারা তৈরি গুয়াইফেনেসিন টিজি সিরাপ-এর পরীক্ষিত নমুনায় অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল নামক যৌগ পাওয়া গেছে যা মানুষের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

তবে ডাব্লিউএইচও’র বিবৃতিতে সিরাপটি গ্রহণের ফলে কেউ অসুস্থ হয়েছে কিনা, তা নির্দিষ্ট করে বলা হয়নি। কয়েক মাস আগে গাম্বিয়া এবং উজবেকিস্তানে শিশু মৃত্যুর সাথে ভারতের তৈরি কাশির সিরাপ যুক্ত বলে সতর্কতা জানায় ডাব্লিউএইচও। এর পর সম্প্রতি আবার ভারতের তৈরি গুয়াইফেনেসিন টিজি সিরাপ নিয়ে সর্বশেষ সতর্কতা জারি করেছে তারা।

প্রস্ততকারক কিউপি ফার্মাচেমের ম্যানেজিং ডিরেক্টর সুধীর পাঠক জানান, কেউ ভারত সরকারের মানহানি করার জন্য সিরাপটির নকল করেছে।  কোম্পানিটি ১৮,৩৪৬ বোতলের একটি ব্যাচ যথাযথ নিয়ন্ত্রক অনুমতি পাওয়ার পর কম্বোডিয়ায় রপ্তানি করা হয়েছে। পণ্যটি কীভাবে মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায় পৌছেছে তা তিনি জানেন না।

ডাব্লিউএইচও’র বিবৃতিতে বলা হয়, পণ্যটি বুকের কফ এবং কাশির লক্ষণ উপশম করতে ব্যবহৃত হয়। এটি অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরীক্ষা করা হয়েছিল। সিরাপটি ভারতের হরিয়ানা রাজ্যের ট্রিলিয়াম ফার্মা দ্বারা বাজারজাত করা হয়েছিল। এই বিষয়ে বিবিসি ফোনে ট্রিলিয়াম প্রতিনিধির সাথে কোনরকম যোগাযোগ করতে পারেনি।

ডাব্লিউএইচও’র বিবৃতিতে আরও বলা হয়েছে, “উল্লেখিত প্রস্তুতকারক বা বিপণনকারী কেউই এই পণ্যগুলির সুরক্ষা এবং গুণমান সম্পর্কে ডাব্লিউএইচওকে গ্যারান্টি প্রদান করেনি।” ভারত হল বিশ্বের সর্ববৃহৎ জেনেরিক ওষুধ রপ্তানিকারক, যা উন্নয়নশীল দেশগুলির চিকিৎসা চাহিদার অনেকটাই পূরণ করে৷

সাম্প্রতিক মাসগুলোতে অনেক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে তাদের ওষুধের গুণমানের জন্য পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনা হয়েছে। বিশেষজ্ঞরা এই ওষুধগুলি তৈরি করতে ব্যবহৃত উৎপাদন অনুশীলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত বছর অক্টোবরে, ডাব্লিউএইচও বিশ্বব্যাপী সতর্কতা জারি করে জানায়, ভারতের মেডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি কাশির সিরাপ গাম্বিয়ায় কিডনিতে আঘাতের কারণে ৬৬ জন শিশুর মৃত্যুর জন্য দায়ী। তখন ভারত সরকার এবং মেডেন ফার্মাসিউটিক্যালস উভয়ই এই অভিযোগ অস্বীকার করে। এরপর এবছর মার্চ মাসে, ভারত একটি ওষুধ ফার্মের উৎপাদন লাইসেন্স বাতিল করে যাদের তৈরি কাশির সিরাপ উজবেগিস্তানে ১৮ জন শিশুর মৃত্যুর জন্য দায়ী ছিল।

ঈদের আনন্দে নানা বাড়িতে এসে ফিরল লাশ হয়ে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদের আনন্দ উপভোগ করতে নানা বাড়িতে আসা তপু আহমদ (২৩) লাশ হয়ে ফিরলো বাড়িতে।

জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামের আব্দুন নূরের ছেলে তপু আহমদ শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। মোবাইলে ফ্যাক্সিলোড করার জন্য ময়দার মিলের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বিরতিহীন গাড়ী তাকে চাপা দেয়। দূর্ঘটনায় তপুর মাথার ডানদিকে আঘাত ও উরুর হার ভেঙে গুরুতর রক্তাক্ত জখম হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে দেখাশোনার জন্য রাখা অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার সুযোগ বুঝে সঠকে পড়ে পালিয়ে যায়।