বিমানবন্দরে ট্রফিতে মাদকসহ অভিনেত্রী গ্রেপ্তার

বিনোদন ডেস্কঃ দুবাইয়ে অডিশন দিতে গিয়ে মাদকসহ ধরা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী ক্রিসান পেরেইরা। বিমানবন্দরে তল্লাশির সময় তার ট্রফিতে পাওয়া গেছে মাদক।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দুবাই বিমানবন্দরে মাদকসহ গ্রেপ্তার করা হয় ক্রিসানকে। এরপর থেকে দুবাইয়ের কারাগারেই আছেন তিনি। তবে এরইমধ্যে বেরিয়ে এসেছে নতুন তথ্য। জানা গেছে, ক্রিসান অপরাধী নন। তাকে ফাঁসানো হয়েছে।

আরও দুজনকে ধরেছে মুম্বাই পুলিশ। অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে কলাকুশলীকে অডিশনে পাঠাত এবং হাতে ধরিয়ে দেওয়া ট্রফির মধ্যে করে মাদক পাচারের ছক বজায় রাখত এই চক্র। এদের মধ্যে গ্রেপ্তার হওয়া দু’জনের নাম অ্যান্থনি পল (৩৫) এবং রাজেশ বুভাত (৩৫)। পল মালাদ এলাকায় একটি বেকারির দোকান চালান। অন্য দিকে, রাজেশ ওরফে রবি আবার নাম করা ব্যাংকের সহকারী ম্যানেজার।

পুলিশ জানতে পেরেছে, হলিউডের এক ওয়েব সিরিজে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ক্রিসানকে। তার মা প্রেমিলা পেরেরাকেও ঠকানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত অ্যান্থনি পলই নাকি প্রতিশোধ নিতে চেয়েছিল প্রমীলার প্রতি। তাই ফাঁসিয়েছে তার কন্যাকে। কী রকম?

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, করোনাকালীন সময় প্রতিবেশী প্রমিলার সঙ্গে বচসা হয়েছিল পলের বোনের। প্রেমিলা পশুপ্রেমী, লকডাউনের মধ্যে পথকুকুরদের যত্ন করতেন খাওয়াতেন—এ নিয়েই সমস্যার সূত্রপাত। বোনের সঙ্গে একবার চড়াও হয়েছিলেন পলও, প্রেমিলার সঙ্গে হাতাহাতিতে তিনিও অংশ নেন বলে জানা যায়।

ওই ক্ষোভ থেকেই পল ফাঁদ পেতেছিলেন ক্রিসানকে বিপদে ফেলতে। ক্রিসানও পা দিয়েছিলেন সেই ফাঁদে। প্রে যখন বুঝতে পারেন তাকে বিপদে ফেলার চেষ্টা চলছে তখন তিনি দুবাইয়ে। অবশেষে বিষয়টি দুবাই পুলিশকে জানান তিনি। কিন্তু এতে হিতে বিপরীত। সেখানকার পুলিশ উল্টো তাকেই গ্রেপ্তার করে বসে। তবে আশার কথা হচ্ছে মুম্বাইয়ের পুলিশ এরইমধ্যে মূল অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

যিশুকে দেখার আশায় অনাহারে মৃত্যু ৯০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার উপকূলীয় অঞ্চল মালিন্দিতে ধর্মযাজকের নির্দেশে যিশুকে দেখতে পাওয়ার আশায় অনাহারে থাকা লোকদের ৯০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চল মালিন্দিতে একটি বিশালাকার কৃষি খামার বা র‌্যাঞ্চ চালাতেন পল ম্যাকেঞ্জি নামে সেই ধর্মযাজক। তিনিই তার অনুসারীদের নির্দেশ দেন, যিশুর সাক্ষাৎ পেতে হলে অনাহারে থাকতে হবে। ধর্মযাজকের নির্দেশ মেনে অনাহারে থাকা শুরু করেন হতভাগা লোকগুলো। যার পরিণতি হলো মৃত্যু।

স্থানীয় রেডক্রস জানিয়েছে, নতুন করে আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মারাত্মক অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে সবমিলিয়ে ৩৪ জনকে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। রেডক্রস আরও জানিয়েছে, সবমিলিয়ে র‌্যাঞ্চটি থেকে ২১৩ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মৃত এবং জীবিত উদ্ধার করা হলো মাত্র ১২৪ জনের বেশি। 

আমৃত্যু অনাহারে থাকলেই দেখা মিলবে যিশু খ্রিস্টের। ধর্মযাজকের এমন নির্দেশ মানতে গিয়ে লাশ হতে হয়েছে ওই ৯০ জনকে। কেনিয়ায় উপকূলীয় শহর মালিন্দির একটি গণকবর থেকে মরদেহগুলো উদ্ধারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি অনাহারে থেকে কয়েকজনের মৃত্যুর খবর অনুসন্ধান করতে গিয়ে ওই গণকবরের সন্ধান পায় পুলিশ। কবর থেকে তুলে আনা এসব মরদেহের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলেও জানা গেছে। এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ নামে একটি গির্জার ১৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
 
পুলিশ জানিয়েছে, অনাহারে মৃত্যুবরণ করতে অনুসারীদের নির্দেশ দেয়া ওই ধর্মপ্রচারকের নাম পল ম্যাকেঞ্জি। স্থানীয় ওই গির্জার প্রধান ধর্মযাজক তিনি। এরই মধ্যে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

রবীন্দ্র জয়ন্তীর মূল অনুষ্ঠান হবে নওগাঁর পতিসরে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: আগামী ২৫ বৈশাখ ৮ মে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীর মুল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নওগাঁর পতিসরে। সংস্কৃতি মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী এ আয়োজনের এক প্রস্তুতি সভা সোমবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এ সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আত্রাই – রানীনগর আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন অল রশিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিনসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, আত্রাই ও রানীনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবুন্দ, জেলা সদরসহ রানীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সংস্কার ও রবীন্দ্রনাথ”। মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক তিন দিনের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। দেশের প্রখ্যাত রবীন্দ্র গবেষক প্রতিদিন স্মারক আলোচক হিসেবে আলোচনা করবেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নেতৃত্বে  দেশের খ্যাতিমান শিল্পী কলা কুশলীগণসহ নওগাঁ জেলা, রানীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বিশ্বনেতাদের শুভেচ্ছা

জাতীয় ডেস্কঃ দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বনেতারা। গত সোমবার (২৪ এপ্রিল) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি।

এরপরই ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা, জাপানের সম্রাট নারুহিতো, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব পৃথক বার্তায় সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান।

এসব অভিনন্দন বার্তায় বিদেশি নেতারা বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিয়েছেন।

অভিনন্দন বার্তায় সার্জিও ম্যাটারেলা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঢাকা ও রোমের বন্ধুত্ব দৃঢ় বন্ধনে যুক্ত। ইতালিতে বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়ের অবদান সময়ের সঙ্গে সঙ্গে এ বন্ধনগুলোকে একত্রিত করেছে।

ইতালির প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আপনার সময়কালে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ থাকবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মঙ্গল কামনা করেন তিনি।

শি জিনপিং বলেন, ঐতিহ্যগতভাবে চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান করেছে। চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যেন দুই দেশের জনগণ উপকৃত হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।

এছাড়া আরো অনেকেই পৃথক বার্তায় সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।

 

মৌলভীবাজারে আগুনে পুড়ে নিঃস্ব ৫টি পরিবার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর শ্যামলী এলাকা নামক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচটি ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। গত রোববার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দল সহ এলাকাবাসী।

স্থানীয় পৌর কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথি পাল এর বরাত দিয়ে জানা গেছে, রোববার রাত পৌনে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।  এ সময় এলাকাবাসী বালি, বস্তা, পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সাথে সাথে পৌর মেয়র ফজলুর রহমান এবং ফায়ার সার্ভিসের ফাইটাররাও চলে আসেন। রাত ৯টার দিকে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে। পাশে জলাধার থাকায় সহজে পানি পাওয়া গেছে। পানি সঙ্কটে পড়তে হয়নি, না হলে আরো বেশি ক্ষয়ক্ষতির পরিমান বাড়তে পারতো।

ফায়ার সার্ভিস মৌলভীবাজারের স্টেশন কর্মকর্তা জিতু তালুকদার এর আলাপকালে তিনি বলেন, আমরা রাত ৭টা ৪৭ মিনিটে খবর পাই। সাথে সাথে ফায়ার ফাইটাররা চলে যায়। বিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ৪০ মিনিট সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। ঘরগুলো তালাবদ্ধ ছিলো। যেকারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

জিতু তালুকদার আরও বলেন, তড়িৎ ব্যবস্থা নিতে পারায় আশেপাশের প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও বাসাবাড়ি রক্ষা হয়েছে। পৌর কাউন্সিলর পার্থ সারথি পাল বলেন, ঘরগুলো টিনশেডের ছিলো। একসাথে ৮টি ঘর ছিলো। পাঁচটি ঘর পুরোপুরি পুড়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। ফয়ছল নামে পুড়ে যাওয়া ঘরের বাসিন্দা ও এক সিএনজি চালক বলেছে তার ৩ লাখ টাকা পুড়ে গেছে, ৫ ভরি স্বর্ণ পাচ্ছে না। এই ঘরের মালিক লন্ডন প্রবাসী সিরাজ উদ্দিন।

পৌর কাউন্সিল বলেন, তাৎক্ষণিক আমার পক্ষ থেকে পরিবারগুলোকে শাড়ি-লুঙ্গি ও খাবার দিয়েছি। মেয়র বলেছেন পৌরসভার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। যতদিন পর্যন্ত তারা স্বাভাবিক অবস্থায় না ফিরছে ততোদিন খাবার দেওয়া হবে। ঘরগুলো পরিস্কার করে দেওয়া হবে।

এদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন।

ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি

বেনাপোলে ভারতীয় মালামাল ও এক ভারতীয় নাগরিক সহ আটক ৮

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও এক ভারতীয়  নাগরিকসহ আট চোরাকারবারিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

যশোর ডিবি পুলিশ সীমান্তবর্তী, বেনাপোলের বড় আঁচড়া এলাকা থেকে তাদের আটক করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দেয়া হয়েছে।

আটককৃতরা হলো, ভারতের পেট্রাপোল এলাকার ফকির চাঁদ হালদারের ছেলে সমির হালদার (৩৫),  ঢাকার হাজারীবাগ বটতলা মাজার এলাকার আবুল কাশেমের ছেলে মোস্তাকিম আরাফাত সালেহীন (৩২), মোহাম্মদপুর থানার বসিলা এলাকার ইদু মিয়ার ছেলে তানভীর আক্তার (৪২), চাঁদপুর সদর উপজেলার শাহাতলী গ্রামের আব্দুর রব চৌধুরীর ছেলে ইসহাক চৌধুরী (৪৭), মতলব উপজেলার পাঁচআনি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (২৯), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্বশুলতানি গ্রামের নান্নু তালুকদারের ছেলে সুমন তালুকদার (৩৫), গোপালগঞ্জে কাশিয়ানি উপজেলার কুসুমদিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে এনামুল হক (৫৪) ও কা ন আলী খানের ছেলে খবির উদ্দিন খান (৪৫)।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে বেনাপোলের বড়আঁচড়া এলাকায় অবৈধ চোরাচালানি পণ্য উদ্ধার অভিযান চালায়। এসময় সেখান থেকে ওই আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৫৫ পিস দামি শাড়ী, ১২৫ পিস লেহেঙ্গা, ৫৫১ পিস থ্রি-পিস, ১২ বান্ডিল চুড়ি ও দুই বান্ডিল ইমিটেশন গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ১৩ হাজার একশ’ টাকা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ

রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎই ছড়িয়ে পড়েছে গ্যাসের গন্ধ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই সব এলাকার লোকজন। তবে,  নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস।

রাজধানীর মগবাজার, ইস্কাটন, রামপুরা, মহাখালী, পূর্ব রাজাবাজারসহ বিভিন্ন এলাকার গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে বলে আতঙ্কিত হয়ে পড়ে জনগণ। গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়লে ওইসব এলাকার মানুষ রাস্তায় নেমে আসে।

গতকাল সোমবার  রাতে রাজধানীতে এ ঘটনা ঘটে। ওইসব এলাকার বাসিন্দারা থানা, ফায়ার সার্ভিস, জাতীয় জরুরি সেবার নম্বর-৯৯৯ এ বিষয়টি জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদের ফেসবুক পোস্টে বলে, ‘ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় গন্ধ বাইরে আসছে। এ নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ওই পোস্টে বলা হয়েছে, তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।

এ ঘটনার পর রাজধানীর প্রতিটি ফায়ার সার্ভিসের স্ট্রেশনগুলোকে সতর্ক করে প্রস্তুত রাখে ফায়ার সার্ভিসের সদরদপ্তর।

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে একটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থা (বিএমকেজি) এই তথ্য জানায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ৮৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে প্রাথমিক একটি সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, এপিসেন্টারের সবচেয়ে নিকটবর্তী দ্বীপ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

বিএমকেজি বলেছে, ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দারা যেন সাগরের তীর থেকে দূরে অবস্থান করে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, কম্পন কিছুটা শক্তিশালী ছিল। তবে, এখনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি।

পাকিস্তানে পুলিশ কার্যালয়ে বিস্ফোরণে ১২ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের কাউন্টার টেররিজম (সন্ত্রাস বিরোধী) কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য। আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি মানুষ।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) সোয়াত উপত্যকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ভবনটিও ধসে পড়েছে।

খাইবার পাখতুন খাওয়া প্রদেশের এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। সন্ত্রাসী হামলার কোনো প্রমাণ নেই।

আর কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করায় এটা দুর্ঘটনাজনিত বিস্ফোরণ নাকি সন্ত্রাসী হামলা তা পরিষ্কার করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

এটা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছেন, কাউন্টার টেররিজম বিভাগের আঞ্চলিক প্রধান সোহাইল খালিদ।

১৫ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

১৫ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে জাপান, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন তিনি।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের দ্বিতীয় দিন দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে। সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে।

এরপর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওয়াশিংটন যাবেন। সেখান থেকে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

এ ছাড়াও জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।