বরগুনা পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের ঘর উচ্ছদের প্রতিবাদে মানববন্ধন
মোঃ নাজমুল আহসান, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা প্রশাসক কর্তৃক বরগুনা পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের ঘর উচ্ছদের প্রতিবাদে মানববন্ধন করেছে বরগুনা পৌর মৎস ব্যবসায়ী সমিতি।
মানবন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা বহু বছর ধরে শান্তিপূনভাবে ব্যবসা পরিচালনা করছেন। জেলা প্রশাসক কর্তৃক তাদের কিছু আড়তদার ও ব্যবসায়ীদের একশনা বন্দোবস্তো দেয়া হলেও অজ্ঞাত কারতে তার নবায়ন বন্ধ করে দেয়া হয়। গত মাসের ২১ তারিখে হঠাৎ উচ্ছেদের মাধ্যমে দুটি বরফকল সহ সকল অড়তদার ব্যবসায়ীদের ঘর ভেঙ্গে ফেলা হয়। এর ফলে বরফ না থাকায় মাছ সংরক্ষন বন্ধ। অড়তগুলো তাদের স্বাভাবিক কাজ পরিচালনা করতে পারছে না। প্রতিদিন ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের ধার দেনা ব্যাংক, এনজিও লোন রয়েছে তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রতিদিন মাছ নষ্ট হচ্ছে। জেলা প্রশাসকের কাছে আন্দোলনকারীরা বিধি মোতাবেক প্রকৃত ব্যবসায়ীদের জায়গা বরাদ্দের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আড়তদার সমিতির সভাপতি জহিরুল হক পনু, ক্ষুদ্র মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হুমায়ূন কবির লিটন, সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম, মো: কবির, জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।
তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে ব্যয় বাংলাদেশী টাকায় কত? জানুন
সেইরকম জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। কিন্তু অনুষ্ঠানের খরচ প্রকাশ্যে আসার পর চোখ কপালে ওঠার মতো অবস্থা ব্রিটিশ জনগণের। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তৃতীয় চালর্সের রাজ্যাভিষেকের জন্য ব্রিটিশ কোষাগার থেকে ব্যয় হয়েছে ১০০ মিলিয়ন পাউন্ড বা প্রায় ১২ কোটি ৬০ লাখ (১২৬ মিলিয়ন) মার্কিন ডলার বা বাংলাদেশী টাকায় প্রায় ১ হাজার ৬৭৫ কোটির মত। আর সাধারণত ব্রিটিশ রাজ পরিবারের রাজ্যাভিষেকের খরচ ওই দেশের সরকারকেই বহন করতে হয়।
এদিকে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, তৃতীয় চালর্সের রাজ্যাভিষেক উপলক্ষ্যে বহু বিদেশী অতিথির সমাগম হয়েছিল ব্রিটেনে। তাঁদের আসা-যাওয়া থেকে শুরু করে খাওয়া-দাওয়া, থাকা এবং নিরাপত্তার খাতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। রাজ্যাভিষেক উপলক্ষ্যে বিদেশি অতিথিরা আসার ফলে বিমান পরিষেবা ১৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটেনের হোটেলগুলির মুনাফা ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল বলে খবর।
ব্রিটেনের ৫১ শতাংশ মানুষ মনে করছেন, রাজ্যাভিষেকের জন্য এত খরচ করা ঠিক হয়নি ঋষি সুনক সরকারের। জনগণের একাংশের মতে, এই বিপুল ব্যয় প্রভাব ফেলতে বাধ্য সাধারণ মানষের উপর। সরকার বাড়তি আর্থিক বোঝা করদাতাদের উপর চাপাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
অন্যদিকে সাধারণ মানুষের আশঙ্কাকে পাত্তা দিতে নারাজ ব্রিটিশ সরকার। তাদের মতে, রাজ্যাভিষেকের জেরে ব্রিটেনের পর্যটন, রেস্তোরাঁ ও পাবগুলির কোটি কোটি বিদেশী মুদ্রা আয় হয়েছে। এর ফলে অর্থনীতির উন্নয়ন হবে বলে সওয়াল করেছে সরকার।
নিম্নচাপ আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নেবে
আবহাওয়ার খবরঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তখন এর নাম হবে ‘মোখা’।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর আগামীকাল ১১ মে সকাল নাগাদ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রাত নাগাদ প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, ওই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ঘূর্ণিঝড়টি ১১ মে পর্যন্ত উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীকালে খানিকটা দিক পরিবর্তন করে উত্তর, উত্তর-পূর্ব দিকে ধাবিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, ১৪ মে নাগাদ ঘূর্ণিঝড়টির চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও মিয়ানমার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে
এবার ২০২৩ সালে ওডিআই বা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে পারে ৫-৬ অক্টোবর। এক মাসের বেশি সময় ধরে চলা টুর্নামেন্টের ফাইনালের সম্ভাব্য তারিখ ১৯ নভেম্বর। ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো দিয়েছে এমন খবর। তারা জানায় ১০ দলকে নিয়ে ৫০ ওভারের শ্রেষ্ঠত্বের আসর ৪৬ দিন ব্যাপী চলবে ভারতের ১২ শহরে। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইতে।
সুত্রে জানা গেছে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স অস্ট্রেলিয়া। আর বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ হবে চেন্নাইয়ে। ১৫ অক্টোবর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচও হওয়ার কথা আমেদাবাদে।
এদিকে সম্ভবত কলকাতায় বিশ্বকাপের কোনও ম্যাচ খেলবে না পাকিস্তান। আমেদাবাদ ছাড়াও চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে বিশ্বকাপের ম্যাচগুলি খেলবে পাকিস্তান। বেশি ম্যাচ হবে চেন্নাইয়ে। পিসিবি যেমন এই শহরকে নিরাপদ মনে করছে, তেমনই বিসিসিআই-ও চাইছে চেন্নাইয়ে পাকিস্তানের অধিকাংশ ম্যাচ হোক।
অন্যদিকে আইপিএল শেষ হলেই ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হতে পারে। আয়োজক হিসেবে বিসিসিআই-এর মতামতকে গুরুত্ব দিচ্ছে আইসিসি। ফলে বিসিসিআই কর্তারা বিশ্বকাপের দিনক্ষণ ও কেন্দ্র ঠিক করবেন। এশিয়া কাপ নিয়ে জটিলতা থাকলেও, বিশ্বকাপে দল পাঠাচ্ছে পাকিস্তান। তবে বিসিসিআই ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদে আয়োজন করতে চাইলেও, আপত্তি জানিয়েছে পিসিবি। তবে বিসিসিআই যদি ম্যাচ সরাতে সম্মত না হয়, তাহলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই খেলতে হবে পাকিস্তানকে।
আর আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ছাড়াও বিশ্বকাপের ম্যাচ হবে কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গৌহাটি, রাজকোট ও মুম্বাইয়ে। মোহালি ও নাগপুরে সম্ভবত বিশ্বকাপের কোনও ম্যাচই দেওয়া হবে না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের একটি সেমি ফাইনাল হতে পারে।
ওডিআই বিশ্বকাপে প্রতিটি দলই লিগ পর্যায়ে ৯টি করে ম্যাচ খেলবে। ফলে যে স্টেডিয়ামগুলিতে বিশ্বকাপ হবে, প্রতিটি স্টেডিয়ামেই ভারতীয় দল একটি করে ম্যাচ খেলতে পারে। ১০টি দল মোট ৪৮টি ম্যাচ খেলবে।
এছাড়া আয়োজক দেশ ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। বাকি ২ দল ঠিক হবে জুন-জুলাইয়ে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে।
যৌন হেনস্থার দায়ে ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা
আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন সাংবাদিক-কলাম লেখক জিন ক্যারলকে যৌন হেনস্থার দায়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঁচ মিলিয়ন ডলার জরিমানা করেছেন মার্কিন আদালত। গতকাল মঙ্গলবার (৯ মে) নিউইয়র্ক আদালতের জুরি ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। তবে জিন ক্যারলকে ধর্ষণের অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে।
রায়ে বলা হয়, ই জিন ক্যারলকে যৌন নিপীড়নের পাশাপাশি পরে তাকে মিথ্যাবাদী আখ্যায়িত ও অপমান করেন ডোনাল্ড ট্রাম্প। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট স্টোরে ক্যারল যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।
ই জিন ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালে তাকে ধর্ষণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি প্রথম যখন একথা লিখেছিলেন, তখন ট্রাম্প তার মানহানি করেন। নিউইয়র্ক আদালতের জুরি তার সেই মানহানির অভিযোগ মেনে নিয়েছে। এরপরেই ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়।
এদিকে, তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছেন, তিনি ক্যারলকে চেনেন না। তার বিরুদ্ধে দেওয়া রায়কে ‘লজ্জাজনক’ এবং ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাইনি শিকারের ধারাবাহিকতা’ হিসাবে উল্লেখ করেছেন।
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যতদিন পর্যন্ত রায়টি আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে, ততদিন ক্ষতিপূরণ দিতে হবে না।
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ খুন
সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের মালগ্রামে আজ ৯ মে রাতের বেলা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ (২৮) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে মালগ্রাম কসাই পাড়ার মাছ বিক্রেতা ঝন্টু মিয়ার পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন সন্ত্রাসী নাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারা কেন হত্যা করেছে তা জানা যায়নি।
৭৯ বছর বয়সে বাবা হলেন মার্কিন অভিনেতা
বিনোদন ডেস্কঃ অস্কার জয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। এতো বছর ধরে অভিনয়ের মাধ্যমে চমকে দিলেও সম্প্রতি তার ভক্তদের চমকে দিয়েছেন বাস্তবে। রবার্ট ডি নিরোর পরবর্তী সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে কানাডিয়ান গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
এ সময় সঞ্চালক তাকে প্রশ্ন করেছিলেন, ‘আমি জানি আপনার ৬ সন্তান।’ এ বক্তব্য সংশোধন করে দিয়ে রবার্ট ডি নিরো বলেন, ‘আমার সন্তান সাতজন। সম্প্রতি আমাদের আরেকটি সন্তান হয়েছে।’
যদিও সপ্তম সন্তানের মা কে তা জানাননি। তবে তার বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, সপ্তম সন্তানের মা টিফানি।
রবার্ট ডি নিরোর প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সংসারে ড্রেনা নামে এক কন্যাসন্তান রয়েছে, যার বয়স ৫১ বছর। অন্যদিকে পুত্র রাফায়েলের বয়স ৪৬ বছর। ১৯৯৫ সালে রবার্ট ডি নিরোর বান্ধবী মডেল-অভিনেত্রী টুকি স্মিথ যমজ পুত্রসন্তান জুলিয়ান এবং অ্যারনের (২৭) জন্ম দেন।
ঠাকুরগাঁওয়ে ১৫০০ পিস ইয়াবাসহ আ.লী নেতা গ্রফতার
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও : ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মনসুরকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মাদক আভিযানিক টিম আটক করে।
গতকাল (৯ মে) মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ওই নেতার সার ও কীটনাশকের দোকান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
ওই রাতেই ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আ.লীগ নেতা আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের সফিউল ইসলাম অরফে (গোলাম রব্বানী) মাস্টারের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, ‘বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে বিকেলে আমরা টিমসহ ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে তাঁর সার ও কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় একটি ব্যাগে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উপস্থিত লোকজনের সামনে আওয়ামী লীগের ওই নেতা মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন, যার ভিডিও আমাদের নিকট রয়েছে।’ এছাড়াও ফারাজউদ্দিন নামেও একজন এ ঘটনায় জড়িত রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায় জানান, মাদক কারবারের সঙ্গে বরখাস্ত হওয়া সেনাসদস্য আলিমুদ্দিনের ছেলে ফারাজ উদ্দীন জড়িত আছে বলে ইয়াবা উদ্ধারের সময় স্বীকার করেছেন আল মনসুর। ফারাজ উদ্দীন উপজেলার আমজানখোর ইউনিয়নের বাসিন্দা। তাঁকে ধরা যায়নি।
এ ঘটনায় আল মনসুর ও ফারাজ উদ্দীনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, মামলা হয়েছ, বুধবার ১০ মে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশনা প্রকাশ
শিক্ষা ডেস্কঃ নতুন পাঠ্যক্রমে চার মাস পাঠদান চলার পর প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণিসহ অন্যান্য চার শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ বিষয়ে মাঠপর্যায়ের স্কুল শিক্ষক-কর্মকর্তাদের করণীয় সম্পর্কে ৬ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতার (ডিপিই)।
গতকাল মঙ্গলবার (৯ মে) অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনিষ চাকমা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এসব নিদের্শনা দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলোঃ
১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ বর্ষপঞ্জিতে উল্লিখিত মূল্যায়নের জন্য নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন প্রান্তিকের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা রুটিন প্রণয়ন করবেন।
৩. মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের কাছ থেকে ফি গ্রহণ করা যাবে না।
৪. বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র কম্পিউটারে কম্পোজ করে ফটোকপি করতে হবে। প্রশ্নপত্র ফটোকপি ও উত্তরপত্রসহ (খাতা) আনুষঙ্গিক ব্যয় বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত/স্লিপ ফান্ড থেকে নির্বাহ করতে হবে।
৫. প্রাক-প্রাথমিক শ্রেণির কোনও মূল্যায়ন/পরীক্ষা গ্রহণ করা যাবে না।
৬. পরিমার্জিত শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। প্রথম শ্রেণিতে কোনোরূপ প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের একটি নির্দেশিকা প্রাথমিক স্তরের প্রথম শ্রেণির জন্য রচিত সব শিক্ষক সহায়িকা সঙ্গে সংযুক্ত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে (www.nctb.gov.bd) আপলোড করা হয়েছে।
এছাড়া শিক্ষকদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ও তথ্য সংরক্ষণের জন্য প্রতিটি বিষয়ের ওপর অর্জন উপযোগী যোগ্যতা ও শিখনফলের নম্বর উল্লেখ করে শিক্ষক ডায়েরি-১ এবং শিক্ষক ডায়েরি-২ নামে দুটি ওয়ার্ড ও পিডিএফ ফাইল আপলোড করা আছে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/শিক্ষকরা উক্ত ফাইল ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং প্রতি প্রান্তিকে শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন প্রদান করতে পারবেন।
৭. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে করোনা পরিস্থিতির অব্যবহিত আগের নিয়মানুযায়ী মূল্যায়ন সম্পন্ন করতে হবে।
এসব নির্দেশনা বাস্তবায়নে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।