ডোমারে আ.লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

মোঃ রাকিবুল হাসান, (ডোমার) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ, নবায়ন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ই মে) বিকাল বিকাল ৫টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনেত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মমতাজুল হক।

বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, মোঃ মশিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সহিদ আহম্মেদ সান্তু, মোঃ আব্দুল মালেক সরকার, সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, মতিউর রহমান রুবেল, মঞ্জুর আলম নাহিদ প্রমূখ।

এছাড়া উপজেলার নির্বাচিত নৌকা মার্কার তিন চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, বঙ্গবন্ধুর জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া সহ একাত্তরের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কল্পে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি

ঢাকায় আসছে বিদ্যুৎচালিত দোতলা বাস

জাতীয় ডেস্কঃ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকার রাস্তায় চলবে বৈদ্যুতিক গণপরিবহন। সে লক্ষ্যে চলতি বছরের শেষ দিকে বিআরটিসি বহরে ১০০টি দোতলা বৈদ্যুতিক বাস যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে ৮০টি ঢাকা নগরীতে, আর ২০টি ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১০ মে) সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় গণপরিবহনকে বৈদ্যুতিক পরিবহনে ত্বরান্বিতকরণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে তিনি কর্মশালার উদ্বোধন করেন।

তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোই হবে এর লক্ষ্য। বিআরটি প্রকল্পেও চলবে বৈদ্যুতিক গণপরিবহন।

প্রকল্পটি বিশ্বব্যাংক ও সড়ক পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে বাস্তবায়ন করবে। আজকের কর্মশালায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

কর্মশালায় বক্তারা বলেন, ২৫ শতাংশ কার্বন ডাই-অক্সাইডের জন্য গণপরিবহনের ধোঁয়া দায়ী। তাই প্যারিস চুক্তি অনুযায়ী কার্বন নির্গমন ২ শতাংশের নিচে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, ‘বড় বড় দেশগুলো কার্বন নিঃসরণের জন্য দায়ী, বাংলাদেশের মতো  ছোট ছোট দেশগুলো ভোগান্তির শিকার। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, অ্যাকশনে যেতে হবে। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।’

২০৩০ সালের মধ্যে ৪ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাতে হবে। সড়ক-পরিবহন খাতে ন্যূনতম ৩০ শতাংশ পরিবহনকে বৈদ্যুতিক গণপরিবহনে রূপান্তর করতে হবে বলেও জোর দেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব আমিনুল্লাহ নুরী জানান, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকার ‘ইলেকট্রিক ভেহিকল নীতিমালা’ প্রণয়নের কাজের অংশ হিসেবে বিদ্যুৎচালিত গাড়ি চালু করার আগ্রহ প্রকাশ করে। ২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে এ বিষয়ে ২০০ কোটি ডলারের একটি সমঝোতা চুক্তি হয়। এ চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি বিদ্যুৎচালিত দ্বিতল এসি বাস সংগ্রহ করা হবে। তারই প্রথম চালানের ১০০ বাস অক্টোবরে ঢাকায় আসার কথা রয়েছে।

তীব্র গরমে বৃষ্টির জন্য নামাজ আদায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা কয়েকদিনের তাপপ্রাবাহ জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরই জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র তাপদাহে। দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ উপজেলার জনজীবনে। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। আর তাই প্রশান্তির একটু বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার মুসল্লিরা।

মঙ্গলবার (৯ মে) উপজেলার সিরাজনগর মাদ্রাসা ও সিরাজনগর এলাকাবাসীর উদ্যোগে হাইল হাওরের পাশে এ নামাজের আয়োজন করা হয়। নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ।

নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া করা হয়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্যমতে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ইমরানকে গ্রেপ্তারের পরেই দেশজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে গ্রেপ্তার করার পরই দেশজুড়ে বিক্ষোভ করছেন দলের কর্মীরা। বিভিন্ন জায়গায় সেই বিক্ষোভ রীতিমতো সহিংস ছিল। ইমরানের দলের কর্মীদের রাগ গিয়ে পড়েছে সেনাবাহিনীর ওপরে। রাতে পাকিস্তানের বিভিন্ন শহর রণক্ষেত্রর রূপ নেয়।

পিটিআই সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলা করে। লাহোরে কোর কম্যান্ডারের বাড়িতেও হামলা চালানো হয়। করাচি ও পেশোয়ারেও সেনার শিবিরের সামনে বিক্ষোভ করে তারা। পাকিস্তানে সাম্প্রতিককালে এভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়নি।

সংবাদপত্র ডনের এক প্রতিবেদনে জানা যায়, ইমরানের ভাতিজা হাসান নিয়াজি বলেন, প্রতিবাদকারীরা সেনাবাহিনীর ক্যাম্প ঘিরে বসে থাকবেন। সাধারণ মানুষ এতটাই রেগে আছে যে, পিটিআই কর্মীরা তাদের থামাতে পারছে না।

করাচিতে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের প্রায় সব শহরে ইমরানের দলের কর্মীরা রাস্তায় নেমে পড়েন। তারা বলতে থাকেন, নেতার গায়ে যদি কোনোভাবে হাত পড়ে, তাহলে তারা দরকার হলে জীবন দিয়ে দেবেন।

বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ হয়েছে। অনেক জায়গায় আগুন ধরানো হয়েছে। কিছু জায়গায় পুলিশ লাঠি ও গ্যাস ব্যবহার করে কর্মীদের ছত্রভঙ্গ করতে চেয়েছে। গুলিও চালিয়েছে। কোয়েটায় পুলিশের গুলিতে একজন পিটিআই কর্মীর মৃত্যু হয়েছে। সেখানেও প্রবল বিক্ষোভ দেখিয়েছেন পিটিআই কর্মীরা। পিটিআই কর্মীরা প্রচুর সরকারি বাড়ি ও গাড়ি ভাঙচুর করেছে। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেছেন, পিটিআই কর্মীরা আর রাজনৈতিক কর্মী নন, তারা জঙ্গিতে পরিণত হয়েছেন।

ইমরান আগে থেকে একটা ভিডিও বার্তা রেকর্ড করেছিলেন। তাকে গ্রেপ্তার করার পর সেটা সামাজিকমাধ্যমে দলের পক্ষ থেকে দেওয়া হয়। সেখানে ইমরান বলেন, আপনারা যখন এই কথাগুলো শুনবেন, তখন আমাকে আটক করা হয়ে গেছে। মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাকিস্তানের সংবিধান ভঙ্গ করা হচ্ছে।

ইমরানের দাবি, আমি আইন মেনে চলেছি এবং চলি। আমাকে গ্রেপ্তার করা হচ্ছে যাতে আমি রাজনৈতিক পথে হাঁটতে না পারি এবং দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন না করতে পারি।

তালতলীতে জাটকা ধরায় তিন জেলেকে ১ বছরের কারাদণ্ড

বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে  নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাটকা ধরার অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবর গাজি(৩২), মো.সোলাইমান (২৫) ও মো.ছিদাম(৫০)। আটকৃত সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

জানা যায়, ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন  পর্যন্ত জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ। এর ধারাবাহিকতায় উপজেলার পায়রা নদীতে সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় জাটকা শিকার অবস্থায় পায়রা নদী থেকে তিন জন জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে ৩৯ টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারী এবং জাটকা ইলিশ জব্দ করা হয়। এইসব জালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান মৎস্য বিভাগ। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিলিয়ে দেওয়া হয় ও জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মেরিন ফিসারীজ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালীউল্লাহ শুভ বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ ভাবে সকালে নদীতে অভিযানে যাই। এসময় জাটকা ধরার দায়ে তিন জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, জাটকা ধরার অপরাধে মৎস্য আইনের ৫ ধারায় তিন জেলেকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

অগ্নিকান্ডে রাণীশংকৈলে ১৫ টি ঘর পুড়ে ছাই

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর বাজেবকসা গ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের ১৫ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে দু’লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ মে) বিকাল ৫ টায় ওই  গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্যমতে বাজে বকসা গ্রামের রাজেকুল, সাদেকুল,রফিকুল ও শফিরুল ৪ ভাই একই বাড়িতে  বসবাস করে।

ঘটনার দিন ধান সিদ্ধ করা চুলার আগুন থেকে  অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৫ টি গোয়াল ঘর, ৫ টি রান্না ঘর, ৪ টি খড়িঘর ও ১ টি খড়ের গাদাসহ মোট ১৫ টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত রাণীশংকৈল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন ইনচার্জ নাসিম ইকবালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস কর্মীরা আধ ঘন্টা  অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো আগুন নিয়ন্ত্রণ করতে তাদের ২ ঘন্টা সময় লেগেছে।

ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন, সবমিলে প্রায় দুই লক্ষাধিক টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাথে সাথেই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পিআইও স্যামুয়িল মার্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা তাৎক্ষণিক  ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার সামগ্রীর প্যাকেট, কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করেন।

ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি

বগুড়ায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী টেংগানাগুর বুড়িমাতা মেলা

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী টেংগামাগুর শীতলা বুড়িমাতা পুজা ও মেলা জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বারো সকাল ৬টা থেকে শুরু হয় বুড়িমাতা’র পুজা। প্রায় দেড়শ’ বছর যাবত প্রতি বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে আসছে বুড়িমাতা’র পুজা ও মেলা। সকাল থেকেই শাজাহানপুর উপজেলার গোহাইল, খন্ডক্ষেত্র, টেংগামাগুর, দাড়িগাছা, হরিণগাড়ী মানিকদিপা, বীরগ্রাম, খরনা নাথ পাড়া, কর্মকার পাড়া ছাড়াও পাশ্ববর্তী শেরপুর, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ টেংগামাগুর শীতলা বুড়িমাতা মন্দিরে পুজা করতে ভিড় জমায়।

তাদের বিশ্বাস বুড়িমাতার পুজো করলে এবং মানসা করে কিছু দিলে বিপদ-আপদ ও রোগ-বালাই থেকে মুক্ত হওয়া যায়। সমাগত ভক্তবৃন্দ বুড়িমাতা’র বেদীতে প্রণাম জানায়, মানসা হিসেবে দিয়ে থাকেন পাঠা, কবুতর, দুধ, কলা, সন্দেশ ইত্যাদি।

তাদের বিশ্বাস বুড়িমাতার পুজো করলে এবং মানসা করে কিছু দিলে বিপদ-আপদ ও রোগ-বালাই থেকে যুক্ত হওয়া যায়। সমাগত ভক্তবৃন্দ বুড়িমাতা’র বেদীতে প্রণাম জানায়, মানসা হিসেবে দিয়ে থাকেন পাঠা, কবুতর, দুধ, কলা, সন্দেশ ইত্যাদি।

এ মেলার আকর্ষণ ফল লিচু।একে অনেকে লিচুর মেলাও বলে থাকে।তবে এবার এখনো লিচুর সময় না আসায় এবার মেলায় আগের বছরের তুলনায় লিচু কম উঠেছে।আর লিচুর দাম ছিলো খুব বেশি।লোকাল ১০০ পিস লিচুগুলো বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকা,ভারত থেকে আসা লিচু জাত ভেদে বিক্রি  হচ্ছে ৬৫০-৭৫০ টাকা।আর এ লিচুর মেলা ইউনিয়ন পরিষদের সামনে বসে।

ইউনিয়ন পরিষদ থেকে একটু সামনেই মূল মেলা বসে।মেলার মাছ-মাংস, মন্ডা-মিঠাই, দই, রসালো তরমুজ, বাঙ্গী ইত্যাদি দিয়ে চলে নাইওরি আপ্যায়ন। এছাড়া হরেক রকমের খেলনা ও নাগর দোলায় আনন্দে মেতে ওঠে কোমলমতি শিশুরা। এই মেলা থেকে পরিবারের নিত্য প্রয়োজনীয় কাঠের আসবাবপত্র, লোহার সামগ্রি, বাঁশ- বেতের জিনিসপত্র কেনার সুযোগ পান স্থানীয়রা।

মেলায় বিভিন্ন ধর্মের লোকজনের সাথে কথা বলে দেখা গিয়েছে,এই মেলার সাথে ধর্মের সম্পর্কে থাকলেও সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেয়।কেননা মেলাটি এলাকার ঐতিহ্য।

মেলার ইজারাদারের সাথে কথা বলে জানা গিয়েছে, এবার মেলা সুন্দর ভাবে হচ্ছে,মেলার রাস্তা স্বাভাবিক রাখার জন্য আশেপাশে  বেশকিছু গ্যারেজের ব্যবস্থা করেছি,মেলায় কোন ধরনের সমস্যা না হয় সেজন্য প্রশাসনের তত্ত্বাবধানে আছেন। তাছাড়া প্রায় ১০০  জনের বেশি ভলেন্টিয়ার মেলায় তত্ত্বাবধানে করছে।

সলঙ্গায় ২৮ লাখ টাকার হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

পারভেজ সরকার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ২৮ লাখ টাকার  হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী মনি আক্তারকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

শনিবার (৬ই মে) সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- শুক্রবার (৫ ই মে)  সন্ধ্যা ৬ টায়   গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা  থানাধীন নিউ লাইন হসপিটাল এর সামনে বগুড়া ঢাকা মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৮৫  গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয় বলে উল্লেখ করেন।

র‌্যাব আরো জানায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটক মাদক ব্যবসায়ী হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা গ্রামের, মোছাঃ মনি আক্তার (৩১), স্বামী-মোঃ সাইফুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল মজি।

আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সিপিএসসি কোম্পানি কমান্ডার, মোঃ আবুল হাসেম সবুজ।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পীরস্থানসহ গোরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রশাসনের কথা বলে বীরহোলি গ্রামের মানিক পীরস্থানসহ গোরস্থানের কবরের মাটি কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং ওই গোরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পাঁচ গ্রামের বাসিন্দারা। শুক্রবার (৫ মে) বেলা ১১টার দিকে ওই গোরস্থানের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বীরহোলি, ভেমটিয়া, বেতুরা, সেতরাই ও চাপোড় গ্রামের দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

এবং তারা পীরস্থান ও গোরস্থানের মাটি খনন কাজ বন্ধ করা, কবর খনন করে মাটি বিভিন্ন স্থানে বিক্রির সাথে জড়িতদের শাস্তি এবং গোরস্থানটি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানান গ্রামবাসীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মুর্তজা আলম, স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম, আতাউর রহমান, নুর আলী, শামসুজ্জুহা, সবুজ অলম, রিয়াজউদ্দীন, ইউসুফ আলী, কাজলী আকতার, সুরাইয়া বেগম, বেবি আকতার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, উপজেলা প্রশাসনের কথা বলে ভূমি অফিসের রায়হান ও আব্দুল কুদ্দুস এবং বীরহলি গ্রামের জনৈক ইব্রাহীম কয়েক দিন ধরে মানিক পীরস্থানসহ গোরস্থানের কবরের মাটি এসকেভেটর মেশিন দিয়ে কেটে ৩০-৩৫ টি ট্রাক্টরের ট্রলিতে করে নিয়ে যাচ্ছে। এলাকার লোকজন বাধা দিলে প্রশাসনের মাধ্যমে তাদের জেলে ঢুকানো হবে বলে হুমকি ধামকি দেয় তারা।

প্রসঙ্গত: গ্রামবাসীর অভিযোগ পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ শুক্রবার (৫ মে) সকালে মানববন্ধন চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে আর কোন মাটি কাটা হবে না এবং গোরস্থানটি স্বাভাবিক করে দেয়াসহ জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে বলে মানববন্ধনে স্থানীয়দের আশ্বস্ত করেন।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ  বলেন, অভিযোগ পেয়ে সেখানে থেকে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলও পরিদর্শন করেছি।

টেক্সাসে শপিং মলে বন্দুক হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ব্যস্ত শপিং মলে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। স্থানীয় সময় শনিবার (৬ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই হামলার পেছনে বন্দুকধারী একাই রয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ।

টেক্সাসের অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে সংবাদ সম্মেলনে জানান, অ্যালেন প্রিমিয়াম আউটলেটস নামের শপিং মলটির বাইরে গুলি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হন।

অ্যালেন ফায়ার সার্ভিসের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে জানান, তার বিভাগের লোকজন গুলিতে আহত অন্তত ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

অ্যালেন এলাকায় ১৬টি হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান মেডিকেল সিটি হেলথকেয়ার এক বিবৃতিতে জানায়, তাদের ট্রমা সেন্টারে আহত আটজনের চিকিৎসা চলছে, যাদের বয়স ৫ থেকে ৬১ বছর। গুলিতে আহতরা কেমন আছে, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

কিছু ছবিতে দেখা যায়, শত শত মানুষ নীরবে শপিং মল থেকে বেরিয়ে আসছেন। মলটি ডালাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।