ভুটানকে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্কঃ পারস্পরিক স্বার্থে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার (৬ মে) সন্ধ্যায় লন্ডনের হোটেল ক্ল্যারিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক এবং রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা বৈঠক করেন। সেখানেই এই প্রস্তাব দেন তিনি।

এর আগে ভুটানের রাজা ও রানি হোটেল ক্ল্যারিজে এলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করে বলেন, ‘ভুটানের রাজা ও রানি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। ভুটানের রাজা বলেন, ‘তাদের দেশেও তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনোমিক জোন করতে চান। যেখানে বৈদেশিক বিনিয়োগ আসে।’

ভুটানের রাজা বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল করা নিয়ে তারা খুব দুশ্চিন্তায় আছেন। কারণ তারা (ভুটান) তাদের পরিবেশকে দূষিত করতে চান না। তারা সুখী দেশ। তারা কোনোভাবে পরিবেশকে বিকৃত করতে চান না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি। আপনারা আমাদের দেশে অর্থনৈতিক অঞ্চল করতে পারেন। এটি ভুটান অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত হবে। আমরা ইন্ডিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া সবাইকে একের অধিক অর্থনৈতিক অঞ্চল দিয়েছি। আপনারা চাইলে আমরা একটা অর্থনৈতিক অঞ্চল দিতে পারি।’

এদিকে আন্তরিক পরিবেশে ভুটানের রাজা ও রানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ঘণ্টা খানেক আলাপ হয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের মধ্যে অনেক পারিবারিক আলাপও হয়। তারা প্রধানমন্ত্রীকে খালা হিসেবে, অভিভাবক হিসেবে সম্মান করেন।’

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

 

প্রশ্নফাঁস-জালিয়াতির সুযোগ নেই

শিক্ষা ডেস্কঃ অতীতের সব জালিয়াত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্সের ফলে এবার প্রশ্নফাঁস বা ডিজিটাল জালিয়াতির সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

আজ শনিবার (০৬ মে) ঢাবির কলাভবনে ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল থেকেই ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর স্রোতের ঢেউ পেরিয়ে নির্ধারিত সময়ের আগেই লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন ভর্তিচ্ছুরা।

এবার ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এ ইউনিটে পরীক্ষায় অবতীর্ণ হন ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন। প্রতি আসনের জন্য লড়ছেন ৪২ জন।

কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে উপাচার্য জানান, অতীতের সব জালিয়াত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্সের ফলে এবার প্রশ্নফাঁস বা ডিজিটাল জালিয়াতির কোনো সুযোগ নেই।

ঢাকার বাইরেও সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় শেষ হয় পরীক্ষা। আগামী ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।

ভারতে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের মোরেনায় তিন নারীসহ এক পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। জমিজামা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী আরেকটি পরিবারের লোকজন তাদের গুলি করে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল শুক্রবার (৫ মে) সকারল ১০টার দিকে মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে ধীর সিং তোমার ও গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ বলেছে, দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আজ যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের পরিবারের কয়েকজন সদস্যকে নিহত ছয়জনের স্বজনেরা হত্যা করেছিলেন বলে জানা যায়।

এর আগে বাড়ির ময়লা ফেলা নিয়ে ২০১৩ সালে দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজন খুন হন। তখন গজেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।

আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে বিষয়টির মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে। আজ ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার পর গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। নিহত ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং ও তার দুই ছেলেও রয়েছেন।

 

ঘোড়ায় চড়তে গিয়ে মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী

বিনোদন ডেস্কঃ ‘মিস ইউনিভার্স-২০২২’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ার। ইতোমধ্যে শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে জায়গা করেও নিয়েছিলেন তিনি। কিন্তু প্রিয় শখই কাল হলো এই মডেলের। ঘোড়ায় চড়তে গিয়ে মাত্র ২৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন সিয়েনা।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। তবে শহরের মেয়ে হলেও গ্রামের জীবন ভীষণ পছন্দ করতেন সিয়েনা। সেইসঙ্গে ঘোড়ায় চড়তেও ভালোবাসতেন।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগে সিডনির উইন্ডসর পোলো গ্রাউন্ডসে সেই শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন সিয়েনা। আর এতেই ঘটে অঘটন। ঘোড়া থেকে উল্টে পড়ে গিয়ে চাপা পড়েন তিনি। এতে মারাত্মক আঘাত পান সিয়েনা।

পরে তাকে উদ্ধার করে সিডনির ওয়েস্টমিড হাসপাতালে ভর্তির পর একপর্যায়ে কোমায় চলে গেলে তাকে রাখা হয় লাইফসাপোর্টে। কিন্তু এতে চিকিৎসকরা কোনো আশার আলো দেখতে পাননি।

শেষ পর্যন্ত চিকিৎসকরা জানান, ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই সিয়েনার। পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে গেলেন মডেলকন্যা সিয়েনা ওয়ার।

প্রসঙ্গত, নিজের ক্যারিয়ারের জন্য তিনি ইংল্যান্ডে চলে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান এই মডেলকন্যা। তার পরিবারের অনেকেই সেখানে থাকেন। ইংল্যান্ডেই মডেল এবং অভিনেত্রী হিসেবে কাজ শুরু করতে চেয়েছিলেন। কিন্তু সিয়েনার সেই স্বপ্ন হার মানলেন মৃত্যুর কাছে।

রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা এবং রানির সিংহাসন আরোহণ পূর্ব এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৮ সেপ্টেম্বর, ২০২২-এ গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের রাজা হন। রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পর একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে দ্বিপাক্ষিক সফর এবং যুক্তরাষ্ট্র সফরের পর রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (৪ মে) রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান। লন্ডন থেকে মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফিরবেন তিনি।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (৬ মে) সকাল পৌনে ১০টার দিকে মার্কিন সেনা ঘাঁটির কাছে প্রশিক্ষণ চলাকালে বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। খবর সিএনএনের।

বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি মার্কিন বিমানবাহিনীর অষ্টম ফাইটার উইংয়ের অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওসান বিমানঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। হঠাৎ সেটি ঘাঁটির পাশের একটি কৃষিজমিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হবে।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় কেউ নিহত হননি। পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হয়ে আসতে পেরেছেন। তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসামরিক কেউ হতাহত হননি।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জিয়োঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়োন টুইটারে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। ওই আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ওসান বিমানঘাঁটির অবস্থান। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৬৪ কিলোমিটার দূরের এ ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ।

রবীন্দ্র জয়ন্তীর মুল অনুষ্ঠান হচ্ছে নওগাঁর পতিসরে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান এ বছর অনুষ্ঠিত হবে নওগাঁর পতিসরে। সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রবীন্দ্রজয়ন্তীর উৎসব মুখর অনুষ্ঠানকে ঘিরে পতিসর এবং আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নওগাঁ জেলার রাণীনগর আত্রাই, নাটোর জেলার নাটোর সদর উপজেলা এবং বগুড়া জেলার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসব ছড়িয়ে পড়েছে। এসব গ্রামের বাড়িতে বাড়িতে দূর দূরান্তের গ্রামগুলো থেকে আত্মীয়-স্বজন বেড়াতে এসেছেন।  প্রত্যেক বাড়িতে চলছে নানা রকমের খাবারের আয়োজন।

এদিকে নওগাঁ  জেলা প্রশাসন রবীন্দ্রজয়ন্তীর তিন দিনের অনুষ্ঠানমালা বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অনুষ্ঠানমালার প্রথম দিন ৮ মে ২৫শে বৈশাখ উদ্বোধনী অনুষ্ঠান ২-৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক ম মোজাম্মেল হক এমপি।

এ অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি মফিদুল ইসলাম। সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদ এমপির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদুজ্জামান সরকার এমপি, ছলিমুদ্দিন তরফদার এমপি, ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এম পি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ডঃ শাহ আজম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।

এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকার বিশিষ্ট কলাকূশলী এবং নওগাঁর কলাকুশলী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

দ্বিতীয় দিন ৮ মে ২৬ বৈশাখ অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আত্রাই রানীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

আত্রাই উপজেলার নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বি, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক এবং রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ। এদিন স্মারক বক্তা হিসেবে বিশিষ্ট রবীন্দ্র গবেষক  আবুল মোমেন ও আলোচক হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। দ্বিতীয় দিনে আত্রাই ও রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

আয়োজনের তৃতীয় দিন ১০ মে ২৭ বৈশাখ যথারীতি অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। এ দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এস জাফরুল্লাহ এনডিসি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকি।

এ দিন স্মারক বক্তা হিসেবে আলোচনা করবেন রবীন্দ্র গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জুলফিকার মতিন। সমপনী এ অনুষ্ঠানে ঢাকা, নওগাঁ,  রানীনগর ও আত্রাই উপরে বাছাইকৃত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

মামলার বাদী বাবাই মেয়ের খুনি!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ২০১২ সালের ১৪ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার ইসলামপুরে খুন হয় পাঁচ মাসের শিশু ইভা। এ ঘটনায় ইভার বাবা নিজাম মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় সাত’জনের নাম উল্লেখ করে এদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে সংশ্লিষ্ট থানা পুলিশ ও জেলা ডিবি এজাহারনামীয় ব্যক্তিদেরই অভিযুক্ত করে। ২০১৬ সালে মামলাটির তদন্তের দায়িত্ব পায় মৌলভীবাজার জেলা পিবিআই। সংস্থার পরিদর্শক মো. তরিকুল ইসলামের তদন্তে উঠে আসে- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুটিকে হত্যা করে তারই বাবা, মা, দাদি ও দুই চাচা। দুই চাচা আবুল হোসেন ও রাশেদ আলী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।

গত বৃহস্পতিবার (৪ মে) কুলাউড়ার এ হত্যাকাণ্ড ছাড়াও উল্লেখ করা হয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মমভাবে হত্যা করা হয় বাক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী মো. আরিফুল ইসলামকে। জয়পুরহাটের পাঁচবিবির এক নদীর পাশে খুন করে লাশ গুম করা হয় টাঙ্গাইলের কালিহাতীর পারুল আক্তারকে। কিশোরগঞ্জের ভৈরবে ডোবার পানি থেকে লাশ উদ্ধার করা হয় মো. স্বপন মিয়ার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এসব খুনের কিনারা হয়েছে। এ চারটি ঘটনায় খুনের সঙ্গে জড়িতরা মা-বাবা, চাচা ও ভাই। অথচ তারাই মামলার বাদী।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যখন এসব হত্যাকাণ্ডের কূল-কিনারা করতে পারছিল না তখন দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। মামলার অভিযোগপত্র ও তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, আগের একটি হত্যা মামলা থেকে বাঁচতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে প্রতিবন্ধী আরিফুলকে হত্যা করে তারই বাবা ও চাচা। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু ইভাকে হত্যা করে তারই বাবা, মা ও চাচারা। পরিবারের অমতে পালিয়ে বিয়ে করায় পারুল আক্তারকে হত্যা করে লাশ গুম করে তার বাবা আবদুল কুদ্দুছ খাঁ। আর পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে স্বপনকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয় তারই আপন ছোট ভাই রিপন মিয়া।

পিবিআই সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সম্প্রতি এমন অন্তত আটটি হত্যা মামলার তদন্তের পর বাদীকেই আসামি করতে হয়েছে। অনেক হত্যা মামলায় বাদী জড়িত থাকলেও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাবে ক্লুলেস অবস্থায় পড়ে আছে। ফলে মিথ্যা অভিযোগে করা ওইসব মামলার বোঝা বছরের পর বছর বইছেন অনেক নিরপরাধ মানুষ। এসব মামলার বেশিরভাগের ক্ষেত্রেই থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দেওয়া প্রতিবেদনে নারাজি দিয়েছে বাদী।

জানতে চাইলে পিবিআই প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) বনজ কুমার মজুমদার বলেন, ‘বাদী আসামি হওয়ার ঘটনা মূলত হত্যা মামলা ক্ষেত্রে ঘটে। এ মামলাগুলো আসলেই কঠিন। আমাদের নিজেদের কাছেও খারাপ লাগে। কিন্তু কিছু করার থাকে না। পরিবারের লোক প্রিয়জনকে হারাল, সেই পরিবারের লোককেই আবার সন্দেহ করা হচ্ছে। সুতরাং এসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে শতভাগ নিশ্চিত হওয়ার পর বাদীকে গ্রেপ্তার করতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের বহু জায়গায় এমন মামলা আছে। আমরা যে মামলাগুলোতে বেশি সময় দিতে পারি না সেই মামলা ক্লুলেসই থেকে যায়। বাদীকে সন্দেহ করা হলেও প্রমাণের মতো যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকে না। মূলত প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ধরনের হত্যার ঘটনা ঘটে।’

যেসব ঘটনার কথা উল্লেখ করা হলো সে ঘটনার মামলার অভিযোগপত্র ঘেঁটে দেখা গেছে, শ্রীমঙ্গলের হাজীপুরে ২০১৭ সালের ২৪ জুন খুন করা হয় প্রতিবন্ধী আরিফুল ইসলামকে (১৮)। এ ঘটনায় তার বাবা মো. আরবেশ আলী বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্ত্রী পুকুরে থালাবাসন ধুতে গেলে প্রতিবেশী খালেকের স্ত্রী রওশানারা অকথ্য ভাষায় গালাগাল করেন। এর জের ধরে খালেক ও অন্য আসামিরা রামদা, লোহার রড নিয়ে আরবেশ আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার ছেলে আরিফুলকে কুপিয়ে জখম করে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ মামলাটি তদন্ত শেষে এজাহারভুক্ত ১৮ আসামির মধ্যে তিনজনকে অব্যাহতি দিয়ে বাকিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ২০১৮ সালের ১৫ নভেম্বর মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই মৌলভীবাজার জেলা ইউনিট।

পিবিআইয়ের তদন্তে পাল্টে যায় মামলার দৃশ্যপট। প্রতিপক্ষকে ফাঁসাতে ঠান্ডা মাথায় আরিফুলকে হত্যা করে মামলাটি করা হয়েছে এমন তথ্য উঠে আসে তদন্তে। বাদীপক্ষের তিনজন হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।

জবানবন্দি পর্যালোচনা করে দেখা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বিবাদীদের ফাঁসানোর উদ্দেশ্যে আরিফুলের আপন চাচা ইয়াকুবের পরিকল্পনায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। উভয়পক্ষের ইটপাটকেল ছোড়াছুড়ির একপর্যায়ে ইয়াকুব বাঁশের লাঠি দিয়ে আরিফুলের মাথায় আঘাত করেন। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অটোরিক্সায় করে হাসপাতালে নেওয়ার পথে তাকে মাথায় কুপিয়ে, পায়ের রগ কেটে ও গলা টিপে নির্মমভাবে হত্যা করা হয়। ইয়াকুব ছাড়াও হত্যায় সরাসরি অংশ নেয় বেলাল, জুনায়েদ, তোফায়েল ও সামছুল। মামলাটি এখনো আদালতে বিচারাধীন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই মৌলভীবাজার জেলার তৎকালীন পরিদর্শক মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘আরিফুলের চাচার পরিকল্পনায় হত্যাকাণ্ড সংঘটিত হয় আর এ বিষয়টি আরিফুলের বাবা আরবেশ আলী জানতেন। মূলত এ হত্যাকাণ্ডের আগে ওই এলাকার বাজারে আরও একটি হত্যাকাণ্ড হয়। আরবেশ আলী সেই হত্যা মামলার ১২ নম্বর আসামি। মামলা থেকে বাঁচার জন্য মীমাংসার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। আরবেশ মনে করেছেন মীমাংসার জন্য আরেকটি লাশ দরকার। তখন প্রতিবন্ধী ছেলেটাকে হত্যা করে তারা।’

২০১৫ সালের ১৯ জুলাই ঢাকার আশুলিয়ার জামগড়ায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন টাঙ্গাইল কালিহাতীর আবদুল কুদ্দুছ খাঁর মেয়ে পারুল আক্তার। পারুলের স্বামী ও স্বজনদের আসামি করে টাঙ্গাইলে একের পর এক মামলা করেন আবদুল কুদ্দুছ খাঁ। ওইসব মামলায় জেলও খেটেছেন পারুলের স্বামী নাসির উদ্দিন বাবু। কিন্তু টাঙ্গাইল ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করেও পারুলের কোনো সন্ধান দিতে পারেনি। সবশেষে আদালত জুডিশিয়াল তদন্ত করে রিপোর্ট দেয় যে, বাদী ঢাকার আদালতে মামলা করলে প্রতিকার পেতে পারে।

গত বছর ২৭ নভেম্বর কুদ্দুছ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধর করে হত্যা মামলার আবেদন করেন। ওই বছরের ৩০ নভেম্বর আদালত আশুলিয়া থানাকে মামলা নথিভুক্ত করতে বলে এবং পিবিআই ঢাকা জেলাকে তদন্তের নির্দেশ দেয়। গত বছর ১১ ডিসেম্বর মামলা হওয়ার পর পিবিআই তদন্ত শুরু করে।

সংস্থাটির তদন্তে উঠে আসে পারুল তার বাবার হাতেই নির্মম হত্যার শিকার হয়েছেন। একটি মোবাইল ফোন নম্বরের দুটি ডিজিট ‘৩৭’-এর সূত্র ধরে সাত বছর পর নিখোঁজের রহস্য উদঘাটন করে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘আবদুল কুদ্দুছ ও তার বন্ধু মোকা মন্ডল হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।’ তিনি আরও জানান, পরিবারের অসম্মতিতে ঘর ছেড়ে পালিয়ে নাসিরকে বিয়ে করেন পারুল। এতে সামাজিকভাবে অপদস্থ হন পারুলের বাবা। সেই ক্ষোভ থেকে পারুলকে জয়পুরহাটের পাঁচবিবিতে একটি নদীর পাশে নিয়ে কুদ্দুছ ও তার বন্ধু হত্যা করেন। একই ক্ষোভে পারুলের স্বামী নাসিরকে ফাঁসাতে মামলা করেন তিনি।

২০২১ সালের ২৮ জুলাই কিশোরগঞ্জের ভৈরবে একটি ডোবা থেকে মো. স্বপন মিয়ার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় পরদিন তার ছোট ভাই মো. রিপন মিয়া ভৈরব থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামিকে করে হত্যা মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই কিশোরগঞ্জ জেলা। তদন্তের একপর্যায়ে জানা যায়, স্বপনের খুনি আর কেউ নয়, তারই ছোট ভাই রিপন। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকারও করেন তিনি। রিপন বলেছেন, পারিবারিক জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে স্বপনকে হত্যা করেছেন।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে হত্যা করা হয় তৎকালীন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে। চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততার প্রমাণ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। মিতু হত্যা মামলারও বাদী ছিলেন বাবুল আক্তার।

তদন্ত পর্যায়ে বাদীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলছে এমন কিছু মামলার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যদি কোনোভাবে লিংক পাওয়া যায় যে বাদীর দ্বারাই হত্যা সংঘটিত হয়েছে, তাহলে ঘটনাটি খুবই স্পর্শকাতর হয়ে যায়। বাদী যদি অপরাধের দায় আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকার না করে তাহলে প্রমাণ করা যায় না। এ ছাড়া বাদী নিজে অপরাধী এমন মামলায় আইনি কিছু জটিলতাও আছে। বাদী যেহেতু মামলা করে সেহেতু তার অনেক আইনি ক্ষমতা থাকে, সে বেশ কিছু সুবিধাও পায়। বাদী ওই মামলা নিয়ে খেলতেও পারে। তখন বাদীর মামলাটি অন্যভাবে নিষ্পত্তি করে, ফের ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে মামলা করার নজিরও রয়েছে।

জিটিভি’র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ভূট্টো’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তা মৌড়ে  মানববন্ধন করেছে জেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা, সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, জনকণ্ঠ প্রতিনিধি  এম জসিম, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাংবাদিক আশরাফুল ইসলাম , পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান , অনলাইন সাধারণ সম্পাদক জহির খান, মমিনুর রহমান বিশাল , রেজাউল করিম, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি জ্যাকব খালকো, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন , ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ, পাহাড়ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান , সাবেক ছাত্র নেতা বঙ্গবন্ধু পরিষদের পৌর সভাপতি নুরুল হুদা স্বপন, আদিবাসি নেতা সুবাস কজুর, জেসমিন কিসকু প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ , নাগরিক কমিটি, ঠাকুরগাঁও ইযুথ ক্লাব, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবী জানান। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন সাংবাদ কর্মীদের সাথে আছি এবং থাকবো। সেই সাথে সংবাদকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক সকল মামলা বিনা পয়সায় পরিচালনার ঘোষনা দেন তিনি। এরপর সাংবাদিক নেতারা পরবর্তী করনীয় বিষয়ে জেলা পরিষদ ডাকবাংলোয় মতবিনিময়ে মিলিত হন।

প্রসঙ্গত: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের সংবাদ জিটিভিতে প্রচার করার জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে গত ২৮ এপ্রিল জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হত্যা মামলার ৪ আসামিসহ ৭জন গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে মসজিদের টাকার হিসাব নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত জলিল মিয়া’র হত্যা মামলার আরো তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আত্বগোপনে থাকা চার (৪) আসামীকে সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন হাতিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। এর আগে একই মামলায় আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে গত ১৫ এপ্রিল রাতে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে পিঠিয়ে হত্যা করা হয় জলিল মিয়া নামে এক ব্যক্তিকে। পরবর্তীতে ঐ দিন রাতেই তার ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (৪ঠা মে) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঞ্জন কুমার দাশ এর নেতৃত্বে এসআই পরিতোষ পাল, এএসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানার একদল পুলিশ সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন হাতিয়া এলাকায় অভিযান চালায়। এসময় জলিল মিয়া’র হত্যা মামলায় এজহারভুক্ত আসামি আত্মগোপনে থাকা চারজন গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চাটেরা গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ছিনু মিয়া (৬০), আফতাব আলীর ছেলে সুমন মিয়া (২৭), ইয়াছিন আলীর ছেলে রাসেল মিয়া (২৪), ছিনু মিয়ার ছেলে পারুল মিয়া (২৭)। একই দিনে জুড়ী থানার এসআই ফরহাদ আহমদ এর নেতৃত্বে অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে চারটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জুড়ী থানা পুলিশের এ ধরনের দু:সাহসিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।