২০২৭ সালের মধ্যে দেড় কোটি মানুষ চাকরি হারাবে

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী পাঁচ বছরে বিশ্বের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এমনভাবে শুরু করবে যার কারণে চাকরি হারাতে হবে প্রায় দেড় কোটি মানুষকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই সতর্কবার্তা উল্লেখ করা হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেবল মানুষ চাকরিই হারাবে বিষয়টি এমন নয়। পাশাপাশি বিশ্ব অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে।

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার আশ্রয় নেয়ায় বিশ্বজুড়েই অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তন আসবে। এবং এ কারণে, ২০২৭ সালের মধ্যে সবমিলিয়ে প্রায় ৮ কোটি ৩০ লাখ মানুষ চাকরি হারাবেন। কিন্তু এই সময়ের মধ্যে নতুন চাকরি তথা কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে মাত্র ৬ কোটি ৯০ লাখ। ফলে ১ কোটি ৪০ লাখ মানুষ অর্থাৎ প্রায় দেড় কোটি মানুষ হবেন চাকরি হারা। যা বর্তমান বৈশ্বিক কর্মসংস্থানের প্রায় ২ শতাংশ।  

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পেরে বিশ্বের মোট কর্মসংস্থানের এক চতুর্থাংশই তাদের চাকরি বদলাতে বাধ্য হবে।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন প্রযুক্তির গ্রহণ হয়তো সামগ্রিকভাবে কর্মসংস্থান বাড়াবে কিন্তু নানা কারণেই তারপরও মোট চাকরির সংখ্যা প্রয়োজনের চেয়ে কম থাকবে। এসব কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো, ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহের ঘাটতি, মূল্যস্ফীতি ইত্যাদি।  

 কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের কারণে বেশকিছু চাকরি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। যেমন বিশ্বজুড়ে দলিল-দস্তাবেজ সংরক্ষণ এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে প্রায় ২ কোটি ৬০ লাখ কর্মসংস্থান কমবে ২০২৭ সাল নাগাদ। এমনটাই উল্লেখ করা হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনে।

প্রতিমা ভাংচুর: ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে চারটি পারিবারিক মন্দিরের ৮টি প্রতিমা ভাংচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. সাইদুল আরিফ।

আজ বুধবার দুপুরে তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল রায়পাড়া গ্রামে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মন্দির ও প্রতিমা গুলো দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত চার পরিবার ও তাদের মন্দির, প্রতিমা সংস্কারের ব্যাপারে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।

ফুলবাড়ীতে চারটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা

এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার অজ্ঞাত দূর্বৃত্তরা রাতের আধারে ওই গ্রামের  ভবেশ চন্দ্র বর্মণ, বিনয় চন্দ্র বর্মন, ধীরেন্দ্র নাথ বর্মণ ও বীরেন্দ্র নাথ বর্মনের বাহির উঠানে অবস্থিত পারিবারিক মন্দিরে হামলা চালিয়ে চারটি মন্দিরের ভেতরের মোট আটটি প্রতিমার অঙ্গপ্রত্যঙ্গ ভাংচুর করে। এ ঘটনায় তোলপাড় শুরু হলে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক।

তরুণ কৃষি উদ্যোক্তা প্রথমবার চাষ করলো উচ্চমূল্যের ব্ল্যাক রাইস

মোঃ নাজমুল আহসান, বরগুনা সংবাদদাতা: বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালি বাড়ি গ্রামে ঔষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ ব্ল্যাক রাইস চাষ করে সাড়া ফেলেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোঃ কাওসার হাওলাদার। তার সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন এই ধান চাষে। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কালো চালের ধানের চাষ হলেও বরগুনা জেলার এ উপজেলায় এটাই প্রথম।

সরেজমিনে জানা যায়, তরুণ কৃষি উদ্যোক্তা মোঃ কাওসার ব্ল্যাক রাইস এর পাশাপাশি বাসমতী, বঙ্গবন্ধু ১০০, জিয়া ৮৬, ভিয়েতনাম চায়না, ফাতেমা, পারপেল রাইসসহ মোট ৭ জাতের ধানের চাষ করেছেন। এসবের মধ্যে কোনো জাতের চাল অনেক বেশি কালো, কোনোটি লাল, আবার কোনটি লালচে লাল রঙের।

তরুণ কৃষি উদ্যোক্তা মোঃ কাওসার বলেন, ইউটিউবে প্রথম এ ধানের চাষাবাদের বিষয়ে দেখেন ও বিস্তারিত জানেন। পরে অনলাইনে সিলেট থেকে ৬’শ টাকা কেজি দরে ৩ কেজি ব্ল্যাক রাইস বীজ সংগ্রহ করেন। ব্ল্যাক রাইস নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। অনেকেই আগ্রহী হয়ে উঠছেন এই ধান আবাদে। অন্য কৃষকের কাছ থেকেও প্রচুর সাড়া পেয়েছেন তিনি। এরই মধ্যে ধান বীজ হিসেবে নেওয়ার জন্য কয়েকজন অর্ডার করে রেখেছেন। এ ছাড়াও সারাদেশের কৃষকদের মাঝে স্বল্পমূল্যে এ বীজ ছড়িয়ে দিতে চান তিনি।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, ব্ল্যাক রাইস উচ্চমূল্যের একটি ধানের জাত।উপজেলায় এ ধানের চাষ প্রথম। পুষ্টি গুন সমৃদ্ধ ব্ল্যাক রাইস ধানের দামও বেশী। কৃষকরা এ ধান চাষ করলে সার্বিক সাহায্য সহযোগিতা করা হবে।

ঢাকায় আসা হচ্ছে না মেসির আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্কঃ আগামী ১২-২০ জুন ফিফা উইন্ডোতে লিওনেল মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই সময়ে ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসা হচ্ছে না মেসির আর্জেন্টিনার।

গত জানুয়ারিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (আফা) সঙ্গে আলোচনায় বসেছিল বাফুফে। তখন এই আলোচনার বেশ অগ্রগতি হলেও শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে  জুনে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

এই ঘটনা আনুষ্ঠানিকভাবে জানার পর আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন থেকেও বাফুফেকে কিছু জানায়নি। এমনকি আর্জেন্টাইন মিডিয়াতেও এই সংক্রান্ত কোনো খবর আসেনি। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জুনে ঢাকায় মেসিদের আনতে না পারার কারণ খোলাসা করেছেন।

সালাউদ্দিন বলেন, ‌‌‘উভয়পক্ষ (দুই ফেডারেশন) চুক্তি করার পর্যায়ে ছিলাম। আমাদের স্টেডিয়ামের (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সংস্কার কাজ চলছে। এই পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের আনা সম্ভব হচ্ছে না।’

এদিকে মেসিদের যখন বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল, তখনও বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ অপূর্ণ ছিল। জুনের মধ্যে পরিপূর্ণ স্টেডিয়াম প্রস্তুত করা কঠিনই ছিল জাতীয় ক্রীড়া পরিষদের। এরপরও কেন আর্জেন্টিনাকে জুনের উইন্ডোতে প্রস্তাব দেওয়া হয়েছিল?

এর কারণ সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের একটা চেষ্টা ছিল বিশ্বচ্যাম্পিয়ন দল প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে আসুক। আর্জেন্টিনাও বাংলাদেশে আসার জন্য যথেষ্ট আগ্রহী ছিল। স্টেডিয়াম নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ কাজ করছে। এটি পরিপূর্ণ করতে তাদের আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে।’

জুনের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। কিন্তু স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় সেই প্রতিনিধি দলকেও আসার আমন্ত্রণ জানাতে পারেনি বাফুফে। তবে ঈদের ছুটির পর আনুষ্ঠানিকভাবে জুন উইন্ডোতে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন।

একইসঙ্গে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে অবহিত করা হয়েছে যে, আগামী জুন উইন্ডোতে ম্যাচ আয়োজন করা সম্ভব না হলেও স্টেডিয়াম পরিপূর্ণতা পেলে মেসিদের আবার আনার চেষ্টা করবে বাফুফে।

এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশের আনার বিষয়ে ১৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিল বাফুফে। সেদিন সকালে আবার সম্মেলন স্থগিত করা হয়। ১৮ জানুয়ারির পর থেকে আর্জেন্টিনা বিষয়ে বাফুফে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন বা বিবৃতি দেয়নি। এমনকি বাফুফের নির্বাহী কমিটির কোনো সভাতেও আর্জেন্টিনার বিষয়ে আলোচনা হয়নি।

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে কমলগঞ্জ থানার ইসলামপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আয়োজনে মঙ্গলবার (২রা মে) দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলেমান মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী।

উক্ত বিট পুলিশিং সভায় ইসলামপুর ইউনিয়নের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ বক্তব্য প্রদান করেন।

এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধ তথা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ এবং জনগণের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়।

উক্ত বিট পুলিশিং সভায় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের বিট অফিসার এসআই পবিত্র শেখর দাস, এসআই কামরুল ইসলাম প্রমুখ।

ফুলবাড়ীতে চারটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে চারটি মন্দিরের ৮টি প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতের যেকোন সময়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, অজ্ঞাত দূর্বৃত্তরা রাতের আধারে ওই গ্রামের  ভবেশ চন্দ্র বর্মণের বাহির বাড়ির উঠানের হরিদেব মন্দির, বিনয় চন্দ্র বর্মনের বাহির উঠানের মনসা মন্দির, ধীরেন্দ্র নাথ বর্মণের বাহির উঠানের মহাদেব মন্দির ও বীরেন্দ্র নাথ বর্মনের বাহির উঠানের রাধাকৃষ্ণ মন্দিরে হামলা চালিয়ে মন্দিরের ভেতরের মোট আটটি প্রতিমার অঙ্গপ্রত্যঙ্গ ভাংচুর করেছে।

বীরেন্দ্র নাথ বর্মন জানান, সোমবার সন্ধ্যায় তারা মন্দিরে পুজা দিয়েছেন, তখন প্রতিমা গুলো অক্ষত ছিল। কিন্তু মঙ্গলবার সকালে মন্দিরে এসে দেখতে পান প্রতিমা গুলো ভেঙ্গে ফেলা হয়েছে। তার ধারনা, অজ্ঞাত দুর্বৃত্তরা মঙ্গলবার  রাতের যেকোন সময় প্রতিমাগুলো ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় তারা থানায় মামলা করবেন বলে জানান।

ঘটনাস্থল পরিদর্শন করে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন জানান, ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করে তাদেরকে আতংকিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। প্রতিমা ভাংচুরকারী দূর্বৃত্তদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তাছাড়া এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে জেলা প্রশাসক মহাদয়ের নিদের্শে আর্থিক অনুদান দেয়া হবে।

৯টি অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় ডিবিতে হিরো আলম

বিনোদন ডেস্কঃ ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন হিরো আলম।

গতকাল মঙ্গলবার (২ মে) দুপুর সোয়া ২টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন আলোচিত এই সোশ্যাল তারকা।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ বিষয়ে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি আমি। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করেছি আমি।

এবার ঈদে মুক্তি পায় হিরো আলমের গান ‘ব্যর্থ প্রেমিক’। গানটির কথা, সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন আলী জুলফিকার জিহাদী। এর সংগীতায়োজন করেছেন মোশাররাফ সেতু।

রাণীশংকৈলে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভ্রাম্যমান আদালতে আজিজুর রহমান (৪৫),সামসুল হক (৫০) ও মানিক হক (৩২) নামে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা হলেন-আজিজুর উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে, সামসুল নেকমরদ বাজার এলাকার নয়বর রহমানের ছেলে এবং মানিক করনাইট গ্রামের আব্দুল বাসেদের ছেলে।

গত সোমবার (১লা মে) সন্ধ্যায় পৌর শহরের শিবদিঘি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় রাণীশংকৈল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানিক টিম ওই ৩ জনকে হাতে নাতে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা তাদের প্রত্যেককে মাদক আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্তদের সন্ধ্যায় জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে।

আমেরিকায় ভয়াবহ ধুলোঝড়ে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় ধুলোঝড়ে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায়, হাইওয়ে-তে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৬ জন নিহত হয়েছে। আমেরিকার ইলিনয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ত রাস্তা। প্রতিদিনের মতো সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল। আচমকাই সেখানে ধুলোর ঝড় শুরু হয়। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। দৃশ্যমানতা শূন্যে গিয়ে পৌঁছায়।

ফলে রাস্তায় যে গাড়িগুলি চলছিল, সেগুলি দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সকলেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে। স্থানীয় প্রশাসন টুইট করে বলেছে, এ এক মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষার ঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলো ঝড়। বস্তুত, এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করেন। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। আর তার ফলেই মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে।

বিষয়টির তদন্ত চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ তারা দেখেছেন। সংঘর্ষের পর একটি ট্রাকে বিস্ফোরণ হয় বলেও তারা দাবি করেছেন। এরপরেই একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে।

ডোমারের চিলাহাটিতে টাকা দিয়েও মিলল না ভিজিএফ কার্ডের চাল

মোঃ রাকিবুল হাসান, ডোমার প্রতিনিধিঃ এবার ভিজিএফ কার্ডে চরম অনিয়ম ও হাজার হাজার টাকার বিনিময়ে স্বচ্ছল পরিবারকে কার্ড দেওয়া হয়েছে এবং মেম্বার, চৌকিদারের বিরুদ্ধে টাকা নিয়ে কার্ড না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নীলফামারীর, চিলাহাটি , ১নং ভোগডাবুরী ইউনিয়নে গরীব দুঃস্থ মানুষের জন্য সরকারী ভিজিএফ ৫৭০ টি কার্ড বরাদ্দ করা হয়। এই সব কার্ডের মেয়াদ ২ বছরে জন্য, প্রতি ২ বছর অন্তর কার্ডধারীদের পরিবর্তন করা হয়, সরকারী নীতিমালার মেনে দুঃস্থ ও অস্বচ্ছল পরিবারকে অনলাইনে আবেদন করতে বলা হয়। তাতে প্রায় ভোগডাবুরী ইউনিয়নে ৩ হাজার দুঃস্থ গরীব অস্বচ্ছল পরিবার অনলাইনে আবেদন করে। কিন্তু অনলাইনে আবেদন শুধু ধোকাবাজি আর দুর্নীতি ভরা-চেয়ারম্যান, মেম্বার/ মহিলা মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও নেতার সুপারিশে এই ভিজিএফ কার্ডের তালিকা তৈরি করা হয়, তাতে দেখা যায় যে অস্বচ্ছল পরিবার ব্যতিত স্বচ্ছল পরিবারই ভিজিএফ কার্ডের তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে এবং এই কার্ডের বিনিময়ে ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের নিকট হতে অভিযোগ পাওয়া গেছে।

Google News “ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যারা অস্বচ্ছল পরিবার তারা পেয়েছে সামান্য কয়েকটি কার্ড আর স্বচ্ছল পরিবার পেয়েছে বেশীভাগ কার্ড। যারা টাকা দিতে পেরেছে তারাই কার্ড পেয়েছে, যারা টাকা দিতে পারেনি তাদের ভাগ্যে কার্ড জুটেনি। ভোগডাবুরী ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে গ্রাম পুলিশ মোঃ মমিনুল হকে বিরুদ্ধে টাকা নিয়ে কার্ড দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১,৭ ও ৯ নং ওয়ার্ডের ১১ জন অস্বচ্ছল পরিবারের মহিলা ভিজিএফ চাল দেওয়ার সময় তারা চাল না পেয়ে মমিনুলের বিরুদ্ধে চেয়ারম্যানের নিকট টাকা নেওয়ার অভিযোগ করেন। তারা জানান যে, মমিনুলকে প্রায় ৯০ হাজার টাকা দিয়েছে কার্ড পাওয়ার জন্য, এর মধ্যে কয়েকজন হলেন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জয়তুন ৪০-স্বামী বেলাল, রুনা ৩০-স্বামী সফিকুল, সালমা ৪০-স্বামী দুলাল, ময়না ৩০-স্বামী রবিউল নিকট, আম্বিয়া ৪০, জাহানারা ৩৫। ভুক্তভোগীরা পরিষদে চাউলের জন্য এসে হতাশ হয়ে ফিরে যায়।

এ বিষয়ে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু বলেন, ভিজিএফ কার্ড না পাওয়া মহিলাদের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে মেম্বারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকেও জানাবো।

এলাকার সাধারন মানুষ এই সব বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আর্কষন করেছে বলে জানা গেছে এবং গ্রাম পুলিশ মমিনুলের বিচার দাবি করেছে।