দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্কঃ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা যেন আর কখনই ক্ষমতায় ফিরতে না পারে। কারণ তারা দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল।

মঙ্গলবার (২ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ উজাড় করেছে। তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশকে সার্বিকভাবে উন্নয়নের মহাসড়কে তুলেছে। সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা এটা করতে পেরেছি।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চলছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এসব অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

ডিবির জালে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ অলি আহমদ (৩২) এবং রুমন মিয়া (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১লা মে) রাত সোয়া ১১টার সময় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের মেসার্স সম্রাট এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন এন্ড কনভার্সন সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করেন।

আটককৃতদের দেহ তল্লাশি করলে  অলি আহমদের পরনের   ট্রাউজার থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং রুমন মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট (৯৫+২৩)= ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সদর উপজেলার রঘুনন্দপুর এলাকার ছালিক মিয়ার ছেলে অলি আহমদ। অপর আসামি উপজেলার আকবরপুর এর মৌলভী চা বাগানের বাসিন্দা আব্দুল মান্নান এর ছেলে রুমন মিয়া।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আটক ১

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা তালতলী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। সোমবার (০১ মে ) আনুমানিক ১১ টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক মোঃ শাকিল (২০) উপজেলার মিনিপাড়া ৫ নং ওয়ার্ডের মোঃ আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ জানায়, গত (২২ মার্চ) জলভাঙ্গা প্রজেক্ট নামক স্থানে রাকিবের দোকান ঘরে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে ওই কিশোরীর পরিবার র‌্যাবের সঙ্গে যোগাযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার র‌্যাব একটি দল অভিযান চালিয়ে মোঃ শাকিলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামীর মোবাইলের এক্স গ্যালারি পর্যালোচনা করে ভিক্টিম কিশোরীর সাথে তার অশ্লীল স্থির চিত্র ও ভিডিও পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় হাস্তান্তর করা হয়।

আন্তঃজেলা ডাকাত ল্যাংড়া বাবুল গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের  বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত বাবুল আহমেদ ওরফে বাবুল ডাকাত ওরফে ল্যাংড়া বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১লা মে) বিকেলে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামি বাবুল সিলেট ও মৌলভীবাজারে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার আসামি। বাবুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ছিল। দীর্ঘদিন যাবত সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।

গ্রেপ্তারকৃত বাবুল আহমদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন কেছরীগুল গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ ইয়াদৌস হাসান জানান, ল্যাংড়া বাবুল ডাকাত গ্ৰেফতার এর বিষয়টি নিশ্চিত করেন এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

ছেলের হাতে পিতার খুন!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ভাত খেতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে। ঘাতক ছেলেকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

নিহত রবি ঘাসী (৫২) কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের ৭ নং লাইনের বাসিন্দা। অভিযুক্ত ছেলে লুকেশ ঘাসী (২৫)।

পরিবারিক সূত্রের বরাতে জানা যায়, লুকেশ ঘাসী দীর্ঘদিন ধরে বেকার, নেশাগ্রস্ত অবস্থায় রাতবিরাতে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে বাড়িতে আসেন। রোববার রাতে বাড়ি এসে ভাত দেওয়ার জন্য বলেন। তখন তার পিতা পরিবারের সদস্যদের বলেন, ‘এই ছেলে কোনো কাজ কাম করে না, তাকে যেন ভাত না দেওয়া হয়।’ এই কথা শুনে লুকেশ ক্ষিপ্ত হয়ে পিতাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই পিতা মারা যান। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে কমলগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান মিয়া বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে নেশা করে বেকার অবস্থায় ঘোরাঘুরি করত। পরিবারের সদস্যদের ছেলেকে ভাত না দেওয়ার জন্য বলার কারণে ক্ষিপ্ত হয়ে পিতাকে হত্যা করেছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ৬ ভাইয়ের করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে একই পরিবারের ছয় ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গাড়ির চালকও মারা গেছে। নিহতদের নাম রিম, সালেম, মোহম্মদ, সৌদ, ইয়াহইয়া এবং হামদান বলে জানা গেছে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মা এবং আরও তিন ভাই বোন। অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তবে অলৌকিকভাবে দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চার বছরের একটি শিশু কোনো আহত হওয়া ছাড়াই বেঁচে গেছে।

নিহতদের মধ্যে সবার বড় ভাইয়ের বয়স ১৭ বছর। আর সবার ছোট শিশুটির বয়স ছিল মাত্রা আড়াই বছর।

জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা রোববার মদিনা থেকে আল বাহাতে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি তাঈফ-আল বাহা সড়কে পৌঁছালে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

নিহত সবাইকে ওইদিনই আসর নামাজ শেষে সৌদির তাঈফে কবরস্থ করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহতদের ভাই মোহাম্মদ সেলিম আল-ঘামদি জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা মদিনা থেকে আল-বাহাতে ফিরছিলেন। এ সময় ওই দুর্ঘটনা ঘটে।

আরও শতাধিক হাসপাতালে বৈকালিক সেবা চালু হচ্ছে

স্বাস্থ্য ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আগামী সপ্তাহে আরও শতাধিক হাসপাতালে বৈকালিক সেবা চালু হচ্ছে। আজ মঙ্গলবার (২ মে) সচিবালয়ের নিজ দপ্তরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বৈকালিক ক্লিনিক্যাল প্র্যাকটিসের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহ থেকে আরও শতাধিক প্রতিষ্ঠানে বৈকালিক সেবা চালু করা যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে নিয়োজিত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের নিয়মতান্ত্রিকভাবে প্রশিক্ষণ দেওয়া হতো না। বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সারাদেশে মাঠ পর্যায়ে বিভিন্ন পরিচালকসহ প্রায় সাতশ’র মতো কর্মকর্তা রয়েছে। তাদের নিয়ে প্রতিবছর কনফারেন্সের আয়োজন করা হবে। সেই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, চলতি মাসের ১১ তারিখে বাংলাদেশের ইউনিভার্সিটি হেলথ কনফারেন্স নামে একটি ইউনিভার্সাল হেলথ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য খাতের দেশি-বিদেশি অনেক গুণীজন এ কনফারেন্সে অংশ নেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা ‌ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব,‌ স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকরা।

গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মৃত্যু

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে।

নিহত ইলিয়াস হোসেন (১৯) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি চৌগাছা উপজেলার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন। প্রেমিকা লুইছ পারভিন হিরা প্রতিবেশী আইনাল হকের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াস হোসেনকে গভীর রাতে ডেকে নিয়ে যান হিরা ও তার পরিবারের সদস্যরা। এরপর তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। ইলিয়াসের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অন্যদিকে, হিরা ও তার পরিবারের দাবি, ইলিয়াস দিনরাত হিরাকে বিরক্ত করতো। নিষেধ করলেও তিনি শুনতেন না। শনিবার গভীর রাতে তার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু হিরা দেখা করেননি। এ কারণে অভিমানে ইলিয়াস হিরার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেছেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। একইসাথে প্রেমিকা হিরাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছেন। তবে, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

ভাতিজার হয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে চাচা আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ভাতিজার হয়ে এসএসসির পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ওই শিক্ষার্থীর চাচা। গেলো রবিবার সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন সরকার রাজারহাট ইউপির হরিশ্বর তালুক গ্রামের বাসিন্দা। এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল হোসেন তার ভাতিজা।

পুলিশ সূত্রে জানা যায়, সিংঙ্গেরডাবরীহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে রবিবার সকাল ১০টায় বাংলা পরীক্ষা শুরু হয়। হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল হোসেনের পরিবর্তে অংশ নেন তার চাচা সুমন সরকার। এ সময় প্রশ্নপত্র দেওয়ার আগে কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে।

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিব আরিফুল ইসলাম বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।

৮৭ দিন অনশনের পর কারাগারে খাদের আদনানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ৮৭ দিনের অনশন শেষে ইসরায়েলি কারাগারে মৃত্যু হয়েছে ফিলিস্তিনি বন্দি শেখ খাদের আদনানের। ইহুদি কারা কর্তৃপক্ষের সাফাই, চিকিৎসা সেবা নিতে অসম্মতি প্রকাশ করেন তিনি। খবর সিএনএন।

আজ মঙ্গলবার (২ মে) সকালে নিজস্ব সেলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় খাদের আদনানকে। একে ঠান্ডা মাথার খুন হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ। তারা হুমকি দিয়েছে, শহিদের মৃত্যু বৃথা যেতে দেবে না। এই মৃত্যুর মোক্ষম জবাব পাবে দখলদার রাষ্ট্র ইসরায়েল।

২০১৫ সালেও ইসরায়েলি কারাগারে টানা ৫৫ দিনের অনশন-ধর্মঘটের পর মুক্তি পান ফিলিস্তিনের স্বাধীনতাকামী খাদের আদনান। তার অভিযোগ ছিল, নির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাকে আটক করেছিল তৎকালীন প্রশাসন। এমনকি, তাকে আদালতের মুখোমুখিও করা হয়নি। ৯ সন্তানের জনক আদনান জীবনে ১২ বার বন্দি হয়েছেন।

চলতি বছরও সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের সাথে যোগসাজশের অভিযোগে তাকে আবারও গ্রেফতার করে নেতানিয়াহু সরকার। যদিও ৪৫ বছর বয়সী এই ফিলিস্তিনির অভিযোগ ছিল, তিনি প্রশাসনিক আটকাদেশের শিকার। এর প্রতিবাদে খাঁদের আদনান শুরু করেন অনশন ও ধর্মঘট। তিনি টানা ৮৭ দিন অভুক্ত ছিলেন।

অবশেষে, মঙ্গলবার সকালে নিজস্ব সেলে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ইহুদি কারা কর্তৃপক্ষ। তড়িঘড়ি নেয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রশাসন জানিয়েছে, খাদের আদনান নাকচ করেছেন চিকিৎসা সেবা; ন্যূনতম স্বাস্থ্য পরীক্ষার সুযোগও দেননি তিনি।

স্বাধীনতাকামী খাদের আদনানের মৃত্যুতে বিক্ষোভ মিছিল করছেন ফিলিস্তিনিরা। পশ্চিম তীর ও গাজা উপত্যকায় চলছে ধর্মঘট। ইসলামিক জিহাদ হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলকে কড়ায়গণ্ডায় চুকোতে হবে এই হত্যাকাণ্ডের মূল্য।

ইসলামিক জিহাদের মুখপাত্র দাঊদ শিহাব বলেন, খাদের আদনান নিঃসন্দেহে ফিলিস্তিনের হিরো। তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুর পেছনে রয়েছে জায়নবাদী সরকার। দখলদার রাষ্ট্রকেই এই অপরাধের দায়ভার বহন করতে হবে। যে বা যারাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের মোক্ষম সাজা দেয়া হবে। নিস্তার পাবে না বর্বর-নিষ্ঠুর প্রশাসন।

মানবাধিকার সংগঠন আদ্দামির অর্গানাইজেশনের তথ্য অনুসারে, ইসরায়েলের কারাগার ও বন্দিশালাগুলোয় আটক রয়েছে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি। যাদের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাজা পাচ্ছেন হাজারের ওপর মানুষ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রয়েছে চারটি কেন্দ্র। এমনকি, গোপনে শাস্তি প্রদানের জন্য ব্যবহৃত হয় দু’টি সামরিক আদালত।