ফটিকছড়ির দারুসসালাম মাদ্রাসায় হামলার ঘটনায় প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী পাঠান হাসান কে গ্রেফতার করেছে র্যাব ৭
সোমবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলার ফটিকছড়ির থানাধীন নানুপুর সাকিনের ৪নং ওয়াডস্থ মোবারক আলী পন্ডিত বাড়ি দারুস সালাম ঈদ গাহ মাদ্রসা এলাকায় অবস্থিত সরকারী খাস জায়গায় দারুস সালাম ঈদগাওঁ মাদ্রসায় ভবনের নির্মান কাজ বন্ধ রাখার জন্য নানুপুরের মুহাম্মদ হাসান প্রকাশ পাঠান হাসান (৩৫) এর সাথে সোমবার সকাল ৯ টার সময় মাদ্রাসার হুজুরদের সাথে কথা কাটাকাটি হয় এরপর হাসান ১৫/২০ জন ভাড়া করা গুন্ডা নিয়ে উপস্থিত হয়ে মাদ্রাসা ভাংচুর ও ছাত্রদের উপর হামলা করে। তখন মাইকে হামলার কথা প্রচার করা হলে পাশের মোবারক আলী পন্ডিত বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদের সঙ্গে মুহাম্মদ হাসান প্রকাশ পাঠান হাসান (৩৫) বাহিনীর লোকদের সংঘর্ষ বাঁধে। তখন মুহাম্মদ হাসান প্রকাশ পাঠান হাসান (৩৫) তার স্যুটারগান থেকে ৫/৬ রাউন্ড গুলি চালালে ঘটনাস্থলে ৫ জন লোক গুলিবিদ্ধ হয়ে মারাত্বকভাবে আহত হয়েছে। তাদেরকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হলেও তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।আহতরা হলেন ইমরান (২৭), নুর উদ্দিন (২৬), মজিব উল্লাহ (১৮), বাহাদুর (৬৫) ও জোবায়ের (২৮) তারা সবাই বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুহাম্মদ হাসান প্রকাশ পাঠান হাসান (৩৫) মাইজভান্ডার পাঠান হাসান বলে এলাকার সবাই তাকে চেনে।
উক্ত ঘটনার প্রেক্ষীতে মাদ্রাসার পরিচালক মুফতি মনিরুল হক ফটিকছড়ি থানা মামলা মামলা করেন। মামলা হওয়ার পরপরই র্যাব-৭, চট্টগ্রাম এ ব্যপারে ছায়াতদন্ত শুরু করে। এমতাবস্থায় গ্রেফতার এড়াতে হাসান (৩৭) কক্সবাজার এলাকায় গা ঢাকাদেয়। গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, মুহাম্মদ হাসান প্রকাশ পাঠান হাসান (৩৫)আত্মগোপন করার উদ্দেশ্যে কক্সবাজার হতে চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছে। যাওয়ার পথে বুধবার (০৬ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন শোলকবহর এলাকা হতে তাকে গ্রেফতার করে। উক্ত ঘটনার নেপথ্যে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য নিয়মিত তদন্তের পাশাপাশি র্যাব-৭, চট্টগ্রাম ছায়া তদন্ত অব্যাহত রেখেছে।
এবার করোনা আক্রান্ত চট্টগ্রাম সিটি করপোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন
বুধবার (৬ জানুয়ারি) জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) সুজন ও তার স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনা পজিটিভ শনাক্ত হলেও কোন উপসর্গ না থাকায় বর্তমানে স্ত্রী সহ বাসায় আইসোলেশনে আছেন প্রশাসক সুজন। সুজন ও তার স্ত্রীর করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলেও দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘প্রশাসক মহোদয় ও উনার স্ত্রী করোনা আক্রান্ত হলেও, দুজনই উপসর্গহীন। উনারা সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে আছেন।‘
অবশেষে পরাজয় মেনে নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে নিজের পরাজয় মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা’ হস্তান্তরের কথাও জানিয়েছেন। আর ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের জন্য দেশটির কংগ্রেস আনুষ্ঠানিক নির্দেশনা নিশ্চিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কংগ্রেসে জো বাইডেনের বিজয় ঘোষণার পর নিজের পরাজয় মেনে নিলেন ট্রাম্প। এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম (সিএনএন)।
সংবাদের প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প এক বার্তায় বলেছেন, আমি যদিও নির্বাচনের ফলাফলের সঙ্গে একমত নই… তবুও আগামী ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে।
এর আগে নির্বাচনের পর টানা দুই মাস ধরে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি।
‘আমি সব সময়ই বৈধ ভোটগুলো গণনা নিশ্চিত করার কথা বলেছি,’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘ ‘আমি সবসময়ই বলে এসেছি, শুধু বৈধ ভোটই যেন গণনা করা হয়, সেটি নিশ্চিত করার লড়াই আমরা চালিয়ে যাব। দেশের প্রেসিডেন্ট ইতিহাসের সবচেয়ে সেরা প্রথম দফাটির প্রতিনিধিত্ব শেষে এ হলো আমেরিকাকে আবারও গ্রেট করে তুলতে আমাদের লড়াইয়ের সূচনামাত্র।’ সূত্র: সিএনএন।
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু !
চলমান মহামারি করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭১৮ জন। একই সময়ে আরও ১ হাজার ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সুস্থ হয়েছেন ৯৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন। মৃতদের মধ্যে পুরুষ ২১ জন, নারী ১০ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ।
এর আগে গতকাল বুধবার (৫ জানুয়ারি) দেশে ৯৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৭ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৫০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৯০ হাজার ৭৮৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার ৯৫৯ জন।
মুরাদনগরের টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে, এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের পরিদর্শন
মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: ক্ষুদ্র পরিসরে যাত্রা করা কারখানাটি এখন লিমিটেডে পরিনত হয়েছে। তাদের পণ্য যাচ্ছে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে। আর সে চিত্র খুব কাছ থেকে অবলোকন করতে সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে আসেন এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব একেএম আলী আহাদ খান, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
এ ব্যপারে নাবিলা রহমান ক্যাপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর উদ্যোক্তা ইয়াকুব আলী বলেন, আমি ১৯৯৪ সালে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহন করে প্রথম স্থান অধিকার করি। আমি চাইলে বড় কোন ইসলামিক প্রতিষ্ঠানে চাকুরি নিয়ে জীবন পার করে দিতে পারতাম। কিন্তু সে দিকে না গিয়ে টুপি বানানোর চিন্তা আমার মাথায় আসে। ৩টি মেশিন নিয়ে শুরু করে এখন আমার প্রতিষ্ঠানে ৫শ’ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং মধ্যপ্রাচ্যের ৭টি দেশে সুনামের সাথে আমার টুপি রপ্তানী করা হচ্ছে।
পরিদর্শন শেষে সিমীত পরিসরে আলোচনা অনুষ্ঠানে সাধারণ শিক্ষা (বিসিএস) ক্যাডার মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় ও নাবিলা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলী আহসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, কোম্পানীর পরিচালক (রপ্তানী) মাওঃ মোঃ ইকবাল হোসেনসহ অনেক উদ্যোক্তারা।
অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, জেলা পরিষদ সদস্য (সাবেক ভিপি) জাকির হোসেন, পূর্ব ধৈইর (পশ্চিম) ইউপি’র চেয়ারম্যান শরিফুল ইসলাম, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন প্রমূখ।
পরিশেষে অতিথিবৃন্দকে কোম্পানীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রৌমারীতে হঠাৎ বাসে আগুন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকান্ডে ভস্মিভুত হয়েছে জেমি পরিবহন নামে একটি বাস গাড়ি।
গতকাল বুধবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা থানা মোড়ের পশ্চিম পাশে বাসষ্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শিরা জানায়, জেমি পরিবহনটি বাসটি প্রায় ১৫/২০ দিন থেকে ওই বাসষ্ট্যান্ডে পড়ে রয়েছে। বিকালের দিকে হঠাৎ করে ওই বাস থেকে আগুনের ধুয়া বের হতে দেখে পথচারিরা। পরে রৌমারী (কর্তিমারী) ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে তারা আগুন নিয়ন্ত্রনে আনলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
এ বিষয়ে জেমি পরিবহনের মালিক ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, জেমি পরিবহন বাসটি আমার নামেই কাগজপত্র করা। তবে জিয়াউর রহমান জিয়ার কাছে চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। সে আমাকে মাসিক ১৫ হাজার টাকা দিবে ও গাড়ির কিস্তি পরিশোধ করিবে।
কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার জনাব মাইন উদ্দিন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমারা পৌছি এবং কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের সুত্রপাত সমন্ধে জানা যায়নি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও অগ্নিকান্ডের সুত্রপাত খুঁজে পাওয়া যায়নি তবে তদন্ত চলছে।
“মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ, আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে…” — প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “… ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পিছিয়ে পড়া দেশকে নিরলসভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন…প্রতিবন্ধিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতেও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাই প্রথম উদ্যোগ গ্রহণ করেন।পরবর্তিতে তাঁর তনয়া সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধিদের গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেন।… কৃষি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও রাস্তাঘাট অবকাঠামো নির্মানসহ পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে তাঁর নেতৃত্বে দেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে…..।”
গতকাল ৬ জানুয়ারি বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধি স্কুলে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
স্কুল প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) নূর কুতুব উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন, এস পি সার্কেল তোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান আলী আহসান জুয়েল, রাণীশংকৈল ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি এস এম জাহিদ ইকবাল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আ’লী নেতা আনিসুর রহমান বাকী, প্রধান শিক্ষক বাবর আলী, রাণীশংকৈল পৌর আ’লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, সেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কানন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আ’লীগ নেতা রুকুনুল ইসলাম ডলার, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রভাষক ভাসানি প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী নেতাকর্মি এবং রাণীশংকৈলের আ’লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মি,শিক্ষক,অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্কুলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এ ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তার টানা তৃতীয় মেয়াদের সরকারের দুই বছর পূর্তিতে সমগ্র জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’
প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে সরাসরি সম্প্রচারিত হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ।
এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এ নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার এক যুগ পূর্ণ হলো। তৃতীয় মেয়াদের এই সরকারের দুই বছর অতিবাহিত হওয়ার মধ্য আওয়ামী লীগ টানা এক যুগ ক্ষমতায় থাকার রেকর্ডও গড়লো।
মার্কিন পার্লামেন্টে ট্রাম্পপন্থিদের হামলায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজরা। এ হামলার ঘটনায় এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছে বলে জান গেছে । প্রাথমিকভাবে একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ওই নারী পুলিশের গুলিতে নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। অপর তিনজন ‘মেডিকেল ইমারজেন্সিসের’ কারণে মারা গেছে। খবর বিবিসির।
গতকাল বুধবার বাইডেনের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে ঢুকে যায় ট্রাম্প সমর্থকরা। এসময় তারা ব্যাপক তাণ্ডব চালায়। পরে একজন নারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই হামলার পর পার্লামেন্টের অধিবেশন কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়। এমনকি ওয়াশিংটনে ১২ ঘণ্টার কারফিউও জারি করা হয়।
তাণ্ডবের পর অধিবেশন শুরু হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের ইতিহাসে একটি কালো দিন’ এটি।
ক্যাপিটল হিলে তাণ্ডব শুরু হলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘এগিয়ে আসতে’ এবং এই সহিংসতার নিন্দা জানাতে আহ্বান জানায় ডেমোক্রেটরা। তবে অন্তত দুই ঘণ্টা তাণ্ডব চলার পর সমর্থকদের ‘ঘরে ফিরে যেতে’ আহ্বান জানান ট্রাম্প।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনই কারফিউ ভেঙেছে।
ক্যাপিটল হিল বিক্ষোভের ঘটনা নিয়ে ডিসি’র মেয়র বাউসার এবং পুলিশ প্রধান রবার্ট কন্টি এক সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেন, গুলিতে নিহত হওয়া নারী অধিবেশন চলাকালেই ঢুকে পড়া ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন।
হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
এই দুই কর্মকর্তা জানান, পার্লামেন্ট ভবনে ঢোকার পর সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভকারীর মুখোমুখি হয়। এসময় একজন অফিসার অস্ত্র বের করে গুলি করেন।গুলিবিদ্ধ হলে ওই নারীকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এই দুই কর্মকর্তা আরও বলেছেন, ক্যাপিটল হিলে মৃত্যু হওয়া আরও তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ক্যাপিটল হিলে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে। দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।