সবকিছুর ঊর্ধ্বেও আমি শ্রমিকদের ভালোবাসিঃ সাবেক এমপি শাহীন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেছেন, নির্মাণ শ্রমিকদের ঘাম ও শ্রমের বিনিময়ে তৈরি ইমারতে আমরা আরাম আয়েশে থাকি। কিন্তুু তাদের কল্যাণে কয়জনই বা কথা বলি ? আমার বিশ্বাস শ্রমিকদের যারা ভালোবাসেন, আগামী দিনে ও শ্রমিকরা তাদেরকেই প্রতিনিধি নির্বাচিত করবেন।

তিনি আরো বলেন, বিগত সময়েও আমি চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সংসদে সোচ্ছার ছিলাম। এই দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে শ্রমিকদের ভালোবাসতে হবে এবং কাঙ্খিত মূল্যায়ন করতে হবে। রাজনীতি তথা সবকিছুর ঊর্ধ্বেও আমি শ্রমিকদের ভালোবাসি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামীদিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি নির্মাণ শ্রমিকসহ সকল পেশার শ্রমিকদের কল্যাণে কাজ করবো, পাশে থাকবো।

১ মে সোমবার কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বানে হাজার হাজার নির্মাণ শ্রমিকের সরব অংশগ্রহণে বিশাল র‍্যালি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুক্তারের সভাপতিত্বে ও কুলাউড়া সদর ইউনিয়ন নির্মাণ শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইডি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার আলী সেবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জলিল, অর্থ সম্পাদক রউফ আহমদ শিবলু, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা তৈয়ব আলী, নুর উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, সৈয়দ ইয়ামিন আলী, আলীম আহমেদ, ইলিয়াস আহমেদ, আব্দুল করিম, বাবুল আহমেদ, চেরাগ আলী, জসিম উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন ফারুক আহমেদ।

নওগাঁর আত্রাইয়ে মহান মে দিবস পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: “শ্রমিক-মালিক হাত ধরি” আত্রাই- রানীনগরের উন্নয়ন, নিরাপত্ত ও শান্তির লক্ষে কাজ করি ডিজিটাল সাংলাদেশ তৈরি করি। দুনিয়ার মজদুর এক হও- বাংলার মেহনতী মানুষ এক হও। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে যথাযগ্যে মর্যদায় মহান মে দিবস পালিত হয়েছে।

সোমবার জাতীয় শ্রমিক লীগ, আত্রাই উপজেলা শাখা আয়োজিত মহান মে দিবস উপলক্ষে সকাল দশটায় দলীয় কার্য্যালয়ের সামনে জাতীয় ও দলীয় তালো পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল এগারো টায়উপজেলা আওয়ামী লগের দলীয় কার্য্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান চত্ত্বর সিএনজি ষ্ট্যান্ড আমতলিতে জাতীয় শ্রমিক লীগ আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-ছয় ( আত্রাই- রানীনগরের) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ফৌজদার, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েব, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, জাতীয় শ্রমিক লীগের মগিলা নেত্রী বিউটি বেগম, ট্রাক সংগঠনের সভাপতি আত্রাই উপকমিটি স্বপন আলী মটর, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক সোহাগ প্রমূখ।

গরমে টক দইয়ের শরবত

লাইফস্টাইল ডেস্কঃ এখন বেশ গরম। তাই বাসায় বসে খুব সহজে তৈরি করতে পারেন টক দইয়ের শরবত। চলুন  জেনে নিই কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করতে হবে এই শরবত।

উপকরণঃ 

টক দই – ৫ কাপ, পুদিনা পাতা – ৭/৮ টি, কাঁচামরিচ কুচি , ঠাণ্ডা পানি – পরিমাণ মতো, চিনি – ২ টেবিল চামচ, বরফ কুচি প্রয়োজনমতো এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালিঃ 

প্রথমে একটি ব্লেন্ডারে টক দই,  ঠাণ্ডা পানি, বরফ কুচি, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, চিনি ও লবণ একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এবার গ্লাসে ঢেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। পরিবেশনের আগে গ্লাসের ওপর সামান্য বরফ কুচি ছড়িয়ে দিতে হবে। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল  ঠাণ্ডা ঠাণ্ডা টক দইয়ের শরবত।

রাণীশংকৈলে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যলি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ১ মে, সাড়ম্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবস, তথা মে দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলার ১৪ টি শ্রমিক সংগঠন পৌর শহরে পৃথক পৃথক ব্যানারে র‍্যালি বের করে।

র‍্যালি শেষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৩টি এবং উপজেলা গেটমার্কেট চত্বরে ১১টি সংগঠন পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মার্কেট চত্বরে শ্রমিক নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লী সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ.লী সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ সভাপতি আইযুব আলী, জাপা নেতা আবু তাহের, এটিও রবিউল ইসলাম সবুজ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ।

এ ছাড়াও বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শ্রমিক নেতা প্রদীপ বসাক, সাদ্দাম হোসেন, সুমন পাটোয়ারী, জাকারিয়া হাবিব ডন, আরথান আলী, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। অপরদিকে, ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক নেতা শামসুল হকের সভাপতিত্বে ৩ টি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক নেতা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তারা শ্রমিকদের বিভাজন নিরসন করে সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করার কথা বলেন।

ভারতীয় মহিষ বাংলাদেশে নিলামে বিক্রি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়িতে বিজিবি কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধারের পর তা নিলামে বিক্রি করা হয়েছে। বিজিবি সূত্রের বরাতে জানা যায় যে, গত শুক্রবার রাত ৪ টার দিকে  ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচার হওয়ার সময় শিলুয়া কচুয়া চা বাগান নামক স্থান থেকে বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি এর নেতৃত্বে বাচ্চাসহ ৯ টি মহিষ আটক করা হয়।

পরে গত শনিবার শিলুয়া বিওপি ক্যাম্পে উন্মুক্ত নিলামে মহিষগুলো ৭ লাখ ৫৩ হাজার ৭৫০  টাকায় বিক্রি করা হয়। নিলাম প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন শিলুয়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার সোলেমান আলী, জুড়ী রাজস্ব অফিসের সহকারী কর্মকর্তা দেবাশীষ দাস দিপন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২) এর লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮০৪/এম এবং ১৮০৫/এম মধ্যবর্তী স্থানে অংশ নিয়ে মহিষগুলো আটক করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিতর্কে জড়িয়ে শাস্তি পেলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে একের পর এক বিতর্কে জড়াচ্ছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম। প্রায় প্রতিটি ম্যাচেই কম-বেশি আলোচনার জন্ম দিচ্ছেন ডানহাতি এই ব্যাটার। স্লো-ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানাও গুনেছেন তিনি। এদিন তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ অর্থাৎ ২৪ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ) জরিমানা করা হয়। এরও আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়।

তবে এখানেই শেষ নয়। এবার নয়া বিতর্কে জড়িয়েছেন বিরাট। সাবেক সতীর্থ গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আবারও জরিমানার মুখে পড়েছেন এই ব্যাটার।

গতকাল সোমবার (১ মে) লখনৌর একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় আরসিবি। এরপর বোলিংয়ে নেমেই একের পর এক আগ্রাসী আচরণের জন্ম দিতে থাকেন বিরাট। ম্যাচ চলাকালেই আফগানিস্তানের ক্রিকেটার নবীন-উল-হকের সঙ্গে কিছুটা ঝামেলায় জড়ান তিনি। ম্যাচ শেষেও এর রেশ চলতে থাকে। ম্যাচ শেষে এই দুজনকে হাত মেলাতে দেখা যায়। এমনকি এ সময় তাদেরকে কথা বলতেও দেখা যায়। এরপর নবীন বিরাটের হাত ছেড়ে দিলে তাদের সরিয়ে নেন মাঠে থাকা অন্য খেলোয়াড়রা।

এরপর লখনৌর কাইল মায়ার্সের সঙ্গে কথা বলতে থাকেন বিরাট। মাঠে হাঁটতে-হাঁটতেই কথা বলছিলেন তারা। এ সময় সেখানে এসে মায়ার্সকে সরিয়ে নেন গম্ভীর। এমনকি লখনৌর মেন্টরকে কিছু একটা বলতে দেখা যায়। কিন্তু তিনি বিরাটকে উদ্দেশ করে বলছিলেন কি না, তা অস্পষ্ট ছিল। এই সময়ে তাদের মধ্যে কোনো ঝামেলাও লক্ষ্য করা যায়নি। বিরাট যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই দিকেই চলে যান। আর উল্টোদিকে চলে যায় লখনৌ শিবির। এরপরই শুরু হয় মূল ঝামেলা।

দেখা যায়, আচমকাই ফিরে তাকান গম্ভীর। তাকে কিছু বলা হয়েছে ভেবে তিনিও উত্তেজিত হয়ে কিছু বলতে থাকেন। এমনকি বিরাটের দিকে তেড়ে যান গম্ভীর। বিরাটও তার দিকে তেড়ে আসেন। তারা উত্তেজিত হয়ে কথা বললেও কি বলছিলেন, তা বোঝা যায়নি। পরে দুই দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা তাদের শান্ত করেন।

আর আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোহলি, গম্ভীর ও নবীন-উল-হককে জরিমানা করা হয়েছে। কোহলিকে ম্যাচ ফি’র শতভাগ এবং গম্ভীর ও নবীনকে ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিসিআই।

ড. মোস্তফা ফয়সাল পারভেজ বিপুল ভোটে IIFSO এর মহাসচিব নির্বাচিত

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের, পলিপালাশ গ্রামের কৃতি সন্তান, তুরস্ক প্রবাসী ড. মোস্তফা ফয়সাল পারভেজ IIFSO এর সেক্রেটারি জেনারেল নির্বাচিত।

উল্লেখ্য যে, বিশ্বের ষাটের অধিক দেশের ১০৫টি ছাত্র ও যুব সংগঠন IIFSO (International Islamic Federation of Student Organizations) সদস্যপদ নিয়ে কাজ করছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ছাত্র ও যুবকদের জাতিসংঘ বলে পরিচিত, সকল ইসলামিক সংগঠনের মাদার অর্গানাইজেশন হিসেবে কাজ করছে।

প্রসঙ্গত, ইস্তাম্বুলে চলমান দুইদিনব্যাপী IIFSO General Assembly এর দ্বিতীয় দিনে অংশগ্রহণকৃত ৬০টি দেশের ছাত্র ও যুব প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আগামী ৪ বছরের জন্য সেক্রেটারি জেনারেল নির্বাচিত ড. মোস্তফা ফয়সাল পারভেজ ।

বিয়ে করলেন সালমান মুক্তাদির

 বিনোদন ডেস্কঃ বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। বিয়ের বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই।

আজ মঙ্গলবার (২ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন তার বিয়ের খবর। স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।

বিয়ের খবর জানালেও কনে সম্পর্কে বিস্তারিত জানাননি সালমান মুক্তাদির। তবে জানা গেছে, কনের নাম দিশা ইসলাম।

এদিকে সালমান মুক্তাদিরের ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

ভূমি অফিস উপ-সহকারী কর্মকর্তা ফজলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মো. পারভেজ সরকার, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ফজলার রহমানের বিরুদ্ধে দরীদ্র কৃষকে হয়রানী সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এম আর কেসে ভুক্তভোগীর পক্ষে প্রতিবেদন দেয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবী করেন রায়গঞ্জের নলকা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ফজলার রহমান। এ সময় ভুক্তভোগী আঃ আলীম দর কসাকশি করে ৫ হাজার টাকা দেয়। পরে নায়েব ফজলার আবারো তার অফিসে ডেকে আরো ৫ হাজার টাকার দাবী করেন। এই টাকা না দেয়ায় নলকা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ফজলার রহমান অকথ্য ভাষায় গালী গালাজ করে ভুক্তভোগী আলিম কে অফিস থেকে বের করে দিলেও টাকাটা ফেরত দেয়নি ওই ভূমি কর্মকর্তা।

এ বিষয়ে গত ১০ মার্চ সিরাজগঞ্জ জেলা প্রশাসক, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন- ভুক্তভোগী হোড়গাতী গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে আঃ আলীম। তিনি বলেন- আমার পক্ষে প্রতিবেদন দেয়ার কথা বলে তিনি টাকা নিলেও পরে বিবাদীর কাছ থেকে মোটা টাকা নিয়ে তাদের পক্ষে প্রতিবেদন দেয়। আমার টাকা গুলো ফেরত চাইলে আমাকে গালিগালাজ করে বের করে দেয়। আমি ন্যায় বিচার চাই।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোঃ সামিদুল ইসলাম বলেন, আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আঃ আলিম  নলকা ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ফজলার রহমান কে সেই টাকা আমার সামনে দেয়। আরেক প্রত্যক্ষদর্শী রনি ইসলাম বলেন- আঃ আলিম আমার সামনে সামিদুলের কাছ থেকে টাকা ধার নিয়ে আমাদের সামনে নলকা ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ফজলার রহমান দিয়েছে। আলিম গরীব মানুষ তার কাছ থেকে টাকা নিয়ে তার বিরুদ্ধে মিধ্যা প্রতিবেদন দেয়ার ঠিক হয়নি। নলকা ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ফজলার রহমান টাকা ছাড়া কোন কাজ করে না।

এম আর মামলা প্রতিবেদন তার বিরুদ্ধে যাওয়ায় সে আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বলে জানান- নলকা ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ফজলার রহমান।

অভিযোগটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবেন বলে মুঠোফোনে জানিয়েছেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল।

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। গতকাল সোমবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাতে দেশটির নায়ারিত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রাদেশিক রাজধানী টেপিক ও পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সাথে সংযোগকারী একটি মহাসড়কে চলার সময় ৪৯ নিচে পড়ে যায়। আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ১৮ জনের ১১ জনই নারী। এ ছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতাহতদের উদ্ধারে আমরা তাৎক্ষণিকভাবে ফেডারেল এবং প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করেছি।