যিশুকে দেখার আশায় অনাহারে মৃত্যু ৯০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার উপকূলীয় অঞ্চল মালিন্দিতে ধর্মযাজকের নির্দেশে যিশুকে দেখতে পাওয়ার আশায় অনাহারে থাকা লোকদের ৯০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চল মালিন্দিতে একটি বিশালাকার কৃষি খামার বা র‌্যাঞ্চ চালাতেন পল ম্যাকেঞ্জি নামে সেই ধর্মযাজক। তিনিই …