বৃষ্টির দিনে বানাতে পারেন মজার ইলিশের কোফতা

লাইফস্টাইল ডেস্কঃ ইলিশ মাছের প্রতি কমবেশি ভালোবাসা সবারই আছে। বাজারে গেলেই চোখে পাড়ার মতো ইলিশের সরবরাহও দেখা যাচ্ছে। পরিবার ভেদে ইলিশ মাছ রান্নার বেলাতেও আছে নানা ভিন্নতা। এই বৃষ্টির দিনে ইলিশের অন্য রকম স্বাদ পেতে চাইলে বানাতে পারেন ইলিশের কোফতা। চলুন তাহলে জেনে নেয়া যাক ইলিশের কোফতার এই মজার রেসিপি – উপকরণঃ ইলিশ মাছ – …