ছয়চিরিতে বিগত ২শ বছরের ঐতিহ্য চড়কপূজা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লোকোৎসব হচ্ছে চড়কপূজা। দেশের সনাতন ধর্মাবলম্বীদের আকর্ষণীয় ও অন্যতম লোকোৎসব এটি। প্রতিবছর এদিনে বাংলা পহেলা বৈশাখে ছয়চিরি সাগরদীঘির পাড়ে এ চড়কপূজা ও মেলার আয়োজন করা হয়। এ পূজার অন্য নাম নীলপূজা, মহাদেবপূজা, গম্ভীরাপূজা বা শিবের পূজা। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিরি সাগরদীঘির পাড় চড়কপূজার জন্য একটি দর্শনীয় …