রাশিয়া ও ইউক্রেনের ছবি এবার কানের অফিসিয়াল সিলেকশনে

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র দুনিয়ার গুরুত্বপূর্ণ আয়োজন কান উৎসবের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশনে এবার জায়গা পেয়েছে রাশিয়া ও ইউক্রেনের ছবি। দুই দেশের মধ্যে যুদ্ধ চলমান থাকায় বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে বলেই সবার ধারনা। প্রতিযোগিতা শাখায় স্বর্ণ পামের জন্য লড়বে রুশ পরিচালক কিরিল সেরেব্রেনিকভের “চাইকোভস্কি’স ওয়াইফস”। আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে ইউক্রেনের মাকজিম নাকোঞ্চনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’। …